Re: রবিবাবুর চন্দ্রকণা
১৭৬।
স্নিগ্ধহসিত বদন-ইন্দু,
সিঁথায় আঁকিয়া সিঁদুর-বিন্দু
মঙ্গল করো সার্থক করো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » ছড়া-কবিতা » রবিবাবুর চন্দ্রকণা
১৭৬।
স্নিগ্ধহসিত বদন-ইন্দু,
সিঁথায় আঁকিয়া সিঁদুর-বিন্দু
মঙ্গল করো সার্থক করো
১৭৭।
ওগো শোনো কে বাজায়
বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়॥
অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি--
বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়॥
১৭৮।
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,
বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।
যমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ--
আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়॥
১৭৯।
সাজাব সখীরে সাধ মিটায়ে,
ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।
গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু—
কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী ।।
১৮০।
চলো দূরে নদীর তীরে,
বসে সেথায় ধীরে ধীরে
একটি শুধু বাঁশরি বাজাও।
আকাশেতে হাসবে বিধু,
মধুকন্ঠে মৃদু মৃদু
একটি শুধু সুখেরই গান গাও।
১৮১।
শরমের মেঘে ঢাকা বিধুমুখানি--
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো--
তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁঘি মেলো লো ॥
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » ছড়া-কবিতা » রবিবাবুর চন্দ্রকণা
০.০৩২৪৫৫৯২১১৭৩০৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৪.১৩৯৬২২৭৭২৩৫ টি কোয়েরী চলেছে