১৮১

Re: রবিবাবুর চন্দ্রকণা

১৭৬।
স্নিগ্ধহসিত বদন-ইন্দু,
সিঁথায় আঁকিয়া সিঁদুর-বিন্দু
মঙ্গল করো সার্থক করো

১৮২

Re: রবিবাবুর চন্দ্রকণা

১৭৭।
ওগো শোনো কে বাজায়
বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়॥
অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি--
বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়॥

১৮৩

Re: রবিবাবুর চন্দ্রকণা

১৭৮।
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,
বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।
যমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ--
আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়॥

১৮৪

Re: রবিবাবুর চন্দ্রকণা

১৭৯।
সাজাব সখীরে সাধ মিটায়ে,
ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।
গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু—
কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী ।।

১৮৫

Re: রবিবাবুর চন্দ্রকণা

১৮০।
চলো দূরে নদীর তীরে,
বসে সেথায় ধীরে ধীরে
একটি শুধু বাঁশরি বাজাও।
আকাশেতে হাসবে বিধু,
মধুকন্ঠে মৃদু মৃদু
একটি শুধু সুখেরই গান গাও।

১৮৬

Re: রবিবাবুর চন্দ্রকণা

১৮১।
শরমের মেঘে ঢাকা বিধুমুখানি--
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো--
তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁঘি মেলো লো ॥