টপিকঃ রিস্টার্ট করার পর পিসি চালু হচ্ছে না
আমার পিসি কিছুদিন আগে আপগ্রড করেছি। আগে সেলেরন আর ৫১২ র্যাম থাকায় এখন কোর টু ডো আর সাথে একটা ২জিবি র্যাম লাগিয়েছি। মাদারবোর্ড GA-946GM-DS2। এটা আগে থেকেই ছিল। সাথে একটা SSD 128GB ।
সমস্যা হযেছে, যাখন রিস্টার্ট দিচ্ছি তখন বায়োস আর বুট হচ্ছে না। তাই একবার শাটডাউন দিযে তারপর আবার স্টার্ট বাটন দিযে শুরু করতে হচ্ছে। বায়োস আপটুডেট (যতটুকু করা যায় আর কি!) করা আছে।
(পিসি অনেক আগের এটা, এটা দিয়েই স্বাচ্ছন্দে সব চালিয়ে নিচ্ছি। আপগ্রেড করার আগে সব ঠিকই ছিল।)