টপিকঃ বাংলার দূর্গ স্থাপনা সমগ্র
বাংলাদেশের এই ভূখন্ডে বিভিন্ন সময় বিভিন্ন বিদেশী জাতী এসে দখল করেছে। তারা তাদের নিরাপত্তা এবং প্রভাব বিস্তারের জন্য নানান স্থাপনা তৈরি করেছে। তাদের স্থাপনাগুলির মধ্যে দূর্গ বা কেল্লা একটি বিশেষ স্থান দখল করে রখেছে। বাংলাদেশের সেইসব দূর্গের কিছু ধ্বংসাবশেষ দেখার সুযোগ আমার হয়েছে। তাদের কিছু ছবি রইলো এখানে।
০১। সোনাকান্দা দূর্গ
“সোনাকান্দা দূর্গ” মোঘল আমলে তৈরি করা একটি জলদূর্গ। তৎকালীন সমৃদ্ধ শহর ঢাকা ও তার আশপাশের এলাকাকে নদী পথে মগ ও পর্তুগিজদের আক্রমণ প্রতিহত করতে ও জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষ্যা করার জন্য ১৬৫০ সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা এ সোনাকান্দা দূর্গ নির্মাণ করেন। ঐ একই সময়ের কাছাকাছি সময়ে এমন তিনটি জলদূর্গ নির্মাণ করা হয়। যার দুটি হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার দুই পাড়ে। একটি শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে “হাজীগঞ্জ দূর্গ” । অন্যটি শীতলক্ষ্যার পূর্ব পাড়ে এই “সোনাকান্দা দূর্গ” । তৃতীয়টি মুন্সিগঞ্জের “ইদ্রাকপুর দূর্গ”।
ছবি তোলার স্থান : বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinate : 23°36'25.0"N 90°30'43.5"E
ছবি তোলার তারিখ : ২৪/১২/২০১৭ ইং