টপিকঃ আবারো রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুন
বার বার প্রতিবার প্রমানিত - আগুন ভালোবাসে বস্তিই, কিন্তু কেন?
রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত পৌনে ১২ টার দিকে লাগা এই আগুন রাত ১ টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে কাজ করেন স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিম জানিয়েছেন, যে স্থানে আগুন লেগেছে সেখানে বসতঘর ও দোকান দু–ই ছিল। আশপাশে প্রচুর টিনের চাল পড়ে থাকতে দেখা গেছে। এতটাই অতর্কিতে আগুন লাগে যে, দোকান বা ঘর থেকে তেমন কোনো মালামাল সরানো যায়নি বলে তিনি জানতে পেরেছেন।
নাদিরা নামের এক নারী প্রথম আলোকে বলেন, তাঁর দোকানে কয়েক লাখ টাকার পণ্য ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।
লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১ টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে তাদের বেগ পেতে হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বস্তিবাসী, সাধারণ জনগণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবী দল অংশ নেন। এর আগে ২০১৬ সালে সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক বাড়িঘর পুড়ে যায়।
২০১৫ সালেও সাততলা বস্তিতে আগুন লেগে পুড়ে ৩২টি ঘ দগ্ধ হয় বাবা-ছেলেসহ বেশ কয়েকজন।
https://www.sahas24.com/?p=4197