টপিকঃ মেথরের ফোন

আমাদের বাসা টয়লেট পরিস্কার করার জন্য একজন মেথরকে আসতে বলেছিলাম। একটু আগে সে আসল। কথা বলে বললাম যে আপনাকে পরে জানাব যে কত টাকা দেব। ভাবলাম একটু জিজ্ঞেস করে দেখি তার মোবাইল আছে কিনা। সে বলল আছে।:-O

অন্যদিকে, আমার সাইকেলে (মোটর নয় কিন্তু) কাজ করার জন্য একজন মেকানিক আছে। তারও মোবাইল আছে। দরকার হলে মোবাইলে কল করি। সে এসে সাইকেল নিয়ে যায় এবং মেরামত করে আবার দিয়ে যায়:cool:

চমৎকার, যেখানে ঢাকা শহরে থেকেও আমরা ৫বছরের অধিক সময় অপেক্ষা করেছি একটা টেলিফোন লাইনের, সেখানে আজকে মেথরও মোবাইল ব্যবহার করে।

Re: মেথরের ফোন

Re: মেথরের ফোন

সবই তার (প্রযুক্তির) উৎকর্ষ।

Re: মেথরের ফোন

সবই আল্লাহর দান...:(:D:o;):/:P:lol::mad::cool: