টপিকঃ গ্রহণকালের চিত্র
পূর্ণিমার রাতে যখন সূর্য-পৃথিবী-চাঁদ এক সরল রেখায় থাকে তখন যদি চাঁদ পৃথিবীর ছায়ায় ঢুকে পরে তখন পৃথিবীবাসি দেখতে পায় চন্দ্রগ্রহণ।
আবার যখন সূর্য-চাঁদ-পৃথিবী এক সরল রেখায় থাকে তখন যদি চাঁদের ছায়াপড়ে পৃথিবীর বুকে তখন সেই অংশের লোকেরা দেখতে পায় সূর্যগ্রহণ।
চন্দ্র ও সূর্যের গ্রহণকালের কিছু ছবি আমি তুলেছি, দেখুন সেগুলি।
মেঘে ঢাকা ঢাকাইয়া সূর্যগ্রহণ
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/১২/২০১৯ ইং
ছবি তোলার সময় : সকাল ১০টা ১২ মিনিট