টপিকঃ আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)
বইয়ের নাম : আজ হিমুর বিয়ে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : হিমু বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৭
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৯৫
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
মাজেদা খালা হিমুর বিয়ে ঠিক করেছেন, কনের নাম রেণু। রেণু একটি ড্রাগ এ্যাডিক্ট ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো বলে তারাহুরো করে হিমুর সাথে বিয়ে দেয়ার ইচ্ছে। হিমুও তার স্বভাব মত এককথায় রাজি হয়ে যায়।
রেণুর বাবা আমেরিকান আর মা বাঙ্গালী। রেণুর মা-বাবার সাথে হিমুর খালু সাহেবের পরিচয় রয়েছে। রেণু যে ছেলেটিকে বিয়ে করতে চায় তার নাম তুর্য। তুর্যকে মাজেদা খালার বাড়ির সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়।
হিমু তার খালুর দামি গাড়ি নিয়ে খালুকে না বলে বেরিয়ে যায়। একযায়গা থেকে হেরোইন যোগার করে হাজতে গিয়ে তুর্যকে দিয়ে আসে। কিন্তু তুর্য হেরোইনের নেশা করা ছেড়ে দেয়।
এদিকে রেণুর বাবাকে এয়ারপোট থেকে নিয়ে আসার সময় পুলিশ হিমুকে সহ থানায় নিয়ে যায়। সেখানে রেণুর বাবার সাথে তুর্যর কথা হয়। রেণুর বাবা তুর্যকে পছন্দ করেন। শেষ পর্যন্ত তুর্য আর রেণুর বিয়ে হয়, আর হিমু বসে থাকে থানায়।
----- সমাপ্ত -----
পর্যবেক্ষণ : হিমু সাধারণত মোবাইল ব্যবহার করে না, কিন্তু উপন্যাসে দেখা গেলো হিমুর একটি মোবাইল রয়েছে যেটা মাজেদা খালা সাময়িক ব্যবহারের জন্য হিমুকে দিয়েছেন।