Re: আকাশ জুড়ে মেঘের খেলা....
আকাশের ময়দানে বাতাসের ভরে,
ছোট বড় সাদা কালো কত মেঘ চরে।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।
----- সুকুমার রায় -----
ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং