টপিকঃ হুদাই গ্যাজাইলাম (২৯/০৭/২০২০)

রফিক কায়সার সাবের নির্দেশে ক্লাস এইটে কুমুদিনী মেডিকেলে এক্সকার্শনে নিয়ে যাওয়া হইছিল আমাদের। সেই খানে একটা লাশ আর জারের ভিতরে ব্রেইন বাচ্চা এইসব দেইখা তিন চাইরদিন খাইতে পারি নাই।

এরপরে একদিন চুরি কইরা কলেজ থিকা রাত্রে পালায়া গিয়া সেইগুলা খায়া আসলাম।
কিডিং

হ্যাশট্যাগ ডেক্সটার

লাভের লাভ যা হইলো ডাক্তারি পড়ুম না, ব্যাপারটা ফাইনাল হয়া গেল। ক্লাস নাইনে বায়োলজিরে তালাক দিয়া কম্পিউটার নিলাম এবং বাপ মা রে ভুজংভাজাং দিয়া ৪৯ হাজার টাকা দিয়া কম্পিউটার কিনলাম।

উইন্ডোজ ৯৮, পেন্টিয়াম থ্রি ৭৩৩ মেগাহার্টজ ৬৪ মেগাবাইট RAM. (এখন ২০২০ সাল, এখনো বাংলায় র এর পর য-ফলা দিতে না পারাটা দুঃখজনক) ২.১ সাব-উফারযুক্ত


উইন্ডোজ ৯৮ এর ডেস্কটপ থিম ব্যাপারটা দারুণ ছিল। Jungle নামের একটা থিম দিলে ওয়ালপেপারে জঙ্গল চলে আসত, স্টার্ট মেনুতে ক্লিক করলে ব্যাঙ ডেকে উঠতো, ডায়লগ বক্স আসলে জংলী ঢাক বাইজা উঠতো। ব্যাপক ব্যাপার স্যাপার সব!

একবার কাস্টমাইজ করতে গিয়া টাইটেল বারের হাইট দিছিলাম অনেক বেশি। অ্যাপ্লাই দেওয়া মাত্র পুরা স্ক্রিন জুইড়া খালি টাইটেল বার, আর মাউস স্ক্রিনের বাইরেও যায় না। পুরা ধরা।
সিপিইউ লয়া আবার ঢাকা দৌড়াও। কম্পিউটার নষ্ট।

আদু পোদের উপর খুব মেজাজ খারাপ হইতেছিল। হালায় একদিন কইছিল, কম্পিউটার চালাইতে ভয় পাবি না। কইলাম, কিবোর্ডে এত্তগুলা বাটন, কোনটায় যদি ভুলে চাপ লাইগা কম্পিউটার নষ্ট হয়া যায়? কয়, সমস্যা নাই, সফটওয়্যার দিয়া হার্ডওয়্যার নষ্ট করতে পারবি না।

সেই কনফিডেন্স গেছিলোগা পুরাপুরি, আমি তো ঠিকই নষ্ট কইরা ফেললাম। আমার ধারণা ছিল কম্পিউটারের দোকানে ব্যাটারা সার্কিট নাড়া দিবে, সোল্ডারিং করবে, ইত্যাদি ইত্যাদি। উনারা সরাসরি হার্ডডিস্ক ফরম্যাট কইরা উইন্ডোজ ৯৮ রিইন্সটল কইরা দিলেন।


বাসায় আইসা খুব মেজাজ খারাপ হইতেছিল। আবার দৌড়াও আদুপোদের বাসায়। হালার কাছে উইন্ডোজ ৯৮ এর স্টার্টআপ ফ্লপি ডিস্ক আছে। এরপরে নিজেই ১৫ টাকা দিয়া ১.৪৪ মেগাবাইটের ফ্লপি কিন্না স্টার্ট আপ ডিস্ক বানাইতে গিয়া DOS এ হাতেফ্লপি হইলো। তবে মেজাজ খারাপ হইতেছিল ডাটা লসের কারণে। ভিসিডি থিকা কাইটা রাখা প্রচুর Video Song ছিল। Super Decoder দিয়া কাইটা রাখছিলাম।

পরের ছুটিতে আইসা সিডি রাইটার কিনা সিডির ব্যবসা শুরু করলাম। পোলাপান ১০০/২০০ গানের লিস্ট কইরা দিত, আমি রাইট কইরা কলেজে নিয়া আসতাম, নাহয় কুরিয়ার কইরা দিতাম। প্রতি সিডি ১০০ টাকা।

আদুপোদ প্রচুর ইংলিশ গান শুনতো। আর অর্থহীন। অর কাছ থিকা বিবর্তন অ্যালবামের সিডি নিয়া কপি কইরা রাখলাম। দেখি কয়েক কিলোবাইটের *.cda ফাইল। পরে দেখি অডিও সিডি এমনে কপিপেস্ট করলে চলে না। সেইটারে আলাদা ভাবে rip করা লাগে, Jet Audio বা Windows Media Player দিয়া। আবার দৌড়াও আদুপোদের বাসায়।

কিন্তু মিডিয়া প্লেয়ার দিয়া রিপ করার সময় একটা টিকচিহ্ন উঠায়া না দিলে সেইটা অন্য পিসিতে চলে না। কপিরাইট প্রটেকশন। এগ্লা তখন বুঝতাম না। এইটাও ধরা খায়া শিখছি।

গালিব হাশমী পুরান প্লেয়ার। সে সেই আমলে Baldurs Gate নামে একটা গেম খেলত, যেটা ১২ ফ্লপির গেম। সেই আমলে প্রিন্স, Quake, Doom এইসব DOS গেম ব্যাপক হিট। ১.৪৪ মেগাবাইটের ১০ টা ফ্লপিতেও হচ্ছে না। চেইত্তা আরেকটা ৪০ জিবি Maxtor হাড্ডি কিন্না বাংলাদেশ ট্যুর শুরু করলাম। টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, কাফরুল, ভালুকা, উত্তরা ঘুইরা দুনিয়ার সব কিছু কালেক্ট কইরা ফেলছি লাল টাওয়েলে প্যাঁচানো হার্ডডিস্কটা ব্যাগে নিয়া।

SSC রেজাল্টের পর Army HQ থেকে ডাক আসলে আমি আর আদুপোদ ফারশাদের বাসায় গিয়া ছিলাম রাত্রে। জীবনের সবচেয়ে প্রাচীন পিসি চালাইছি তখন। পেন্টিয়াম MX 133 MHz, 32 MB RAM (র এর পর য-ফলা দিতে না পারাটা স্টিল রিডিকুলাস!)

ফারশাদের বড় ভাই ফুয়াদ ভাই IUT তে পড়েন তখন। IUT Lan এর ভাল ভাল জিনিস সেই সূত্রে চইলা আসল হাতে। The IUT song "আমি ঘরের হই নি, বাহির আমায় টানে..." গানটা মাইয়া পটানোর জন্য পুরাই নিউক্লিয়ার উইপন। থাক ওই দিকে আর না যাই।

কোন এক দিন ক্লাসে কম্পিউটার মেমোরি পড়াইতে গিয়া আবিস্কার করলাম এরা ফ্লপি ডিস্ক চিনে না। আরে আজব ব্যাপার! গুগল সার্চ দিয়া প্রজেক্টরে ফ্লপি ডিস্কের ছবি দেখাইলাম, এই যে এইটা, এই কি?
কয়, স্যার Save বাটনের মত লাগে।

তবে সেইম জোক্স ইউটিউবেও আছে, Teens react to cassettes টাইপের একটা ভিডিওতে এক পিচ্চি ফ্লপি দেইখা কয়, Somebody 3D printed the save button.

গত কয়েকদিন ধইরা আবার ৫১বর্তী দেখতেছি 1.5x speed এ, মোবাইল আসি আসি করতেছে সেই আমলের ঘটনা সব। দৌজ অয়্যার গুড টাইমস। ভবিষ্যত সুবিধার না। অতীতেই পইড়া থাকি আপাতত।

Gentlemen, you can't fight in here, this is the war room!

Re: হুদাই গ্যাজাইলাম (২৯/০৭/২০২০)

অনেকদিন পর! কেমন আছেন?

সর্বশেষ সম্পাদনা করেছেন mcctuhin (৩০-০৭-২০২০ ০৩:২৮)

Re: হুদাই গ্যাজাইলাম (২৯/০৭/২০২০)

Alhamdulillah ভাইজান। ছৈলতেছে।  big_smile big_smile big_smile

ফেসবুক সব খায়া দিছে। কি‌ অবস্থা ভাই?

Gentlemen, you can't fight in here, this is the war room!

Re: হুদাই গ্যাজাইলাম (২৯/০৭/২০২০)

আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি অবশ্য প্রতিদিনই ফোরামে আসি।

Re: হুদাই গ্যাজাইলাম (২৯/০৭/২০২০)

অনেক দিন পরে ভাল লেখা । নিয়মিত চাই ।

Re: হুদাই গ্যাজাইলাম (২৯/০৭/২০২০)

ভাই এতদিন পরে আমাদের মনে পড়লো?
thinking brokenheart brokenheart