টপিকঃ অমানুষ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)
বইয়ের নাম : অমানুষ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : বিদেশী উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
ভিকি হঠাৎ করেই ব্যবসায়ীক ভাবে বিপযস্ত হয়ে পরে। ইতালির বিখ্যাত সিল্কের ব্যবসা ছিল তার বাবার। কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় ধস নামে। তার রূপসী স্ত্রী রুন বিষয়টাকে ততোটা গুরুত্ব দেয় না। সে পরে থাকে তার স্টেটাস নিয়ে। তাদের একমাত্র মেয়ে ১২ বছরের অ্যানি স্কুলে পড়ে। অ্যানি তার মায়ের মতোই রূপসী।
সেই সময় ইতালিতে বেশ কয়েকটা বাচ্চা অপহরনের ঘটনা ঘটে। অপহরনের কারণে অনেক সম্ভ্রান্ত পরিবারই তাদের বাচ্চাদের জন্য বডিগার্ড রেখে দিয়েছে। রুন ভিকিকে প্রেশার দেয় অ্যানির জন্য গার্ড রাখতে।
রুনের বন্ধু এতরা জামশেদ নামের একজন বাংলাদেশী লোককে যোগার করে দেয় গার্ড হিসেবে। অ্যানি জামশেদকে খুবই পছন্দ করে কিন্তু জামশেদ সব সময় নিজেকে গুটিয়ে রাখে।
এদিকে ভিকি তার ব্যবসা দাঁড় করারনোর জন্য কোন রকম ভাবেই টাকার জোগাড় করতে পারে না। শেষে এতরা ভিকিকে বুদ্ধি দেয় অ্যানির জন্য কিডন্যাপিং ইনসুরেন্স করতে। ইন্সুরেন্সের পরে মাফিয়ার লোক দিয়ে কিডন্যাপ করিয়ে ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা আদায় করে তারা মাফিয়ার সাথে টাকা ভাগাভাগি করে নিবে। আর কোন উপায় না দেখে ভিকি রাজি হয়।
কিডন্যাপিং এর সময় জামশেদ গুলি করে দুজনকে হত্যা করে কিন্তু নিজেও দুটি গুলি খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পরে। জামশেদ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে আর অন্যদিকে কিডন্যাপাররা টাকা পাওয়ার পরেও অ্যানিকে আটকে রাখে।
এতরার নজর অনেক দিন থেকেই অ্যানির উপরে ছিল, সুযোগ পেয়ে অসহায় অ্যানিকে সে রেপ করে। তখন অ্যানিকে আটকে রাখা তিন মাফিয়া সদস্যও সাহস পেয়ে যায়। তাদের অত্যাচারে শেষে অ্যানি মারা যায়।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জামশেদ কিডন্যাপিং এর সাথে জড়িত সবাইকে খুঁজে বেরকরে একে একে সব কজনকে হত্যা করে। শেষে নিজের নিশ্চিত মৃত্যু জেনেও মাফিয়া ডনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। অ্যানির কাবরের পাশেই জামশেদকে কবর দেয়া হয়।
পর্যবেক্ষণঃ অ্যানি খ্রিষ্টান আর জামশেদ মুসলমান, দুজনের কবর কি করে পাশাপাশি হলো!
এই কাহিনী নিয়ে অন্তত দুটি মুভি আমি দেখেছি। একটি হলিউডের অন্যটি বলিউডের।
----- সমাপ্ত -----
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
অপেক্ষা - হুমায়ূন আহমেদ
অপরাহ্ন - হুমায়ূন আহমেদআজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়আট কুঠুরি নয় দরজা - সমরেশ মজুমদার
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
মর্নিং স্টার - হেনরি রাইডার হ্যাগার্ড
ক্লিওপেট্রা - হেনরি রাইডার হ্যাগার্ডঅ্যাম্পেয়ার অব দ্য মোঘল - ০১ : রাইডারস ফ্রম দ্য নর্থ (কাহিনী সংক্ষেপ) : পর্ব - ০১, পর্ব - ০২, পর্ব - ০৩, পর্ব - ০৪, পর্ব - ০৫, পর্ব - ০৬, পর্ব - ০৭, পর্ব - ০৮, পর্ব - ০৯, পর্ব - ১০
অ্যাম্পেরার অব দ্য মোগল-২ : ব্রাদার্স অ্যাট ওয়ার - ০১
অ্যাম্পেরার অব দ্য মোগল-২ : ব্রাদার্স অ্যাট ওয়ার - ০২
অ্যাম্পেরার অব দ্য মোগল-২ : ব্রাদার্স অ্যাট ওয়ার - ০৩
অ্যাম্পেরার অব দ্য মোগল-২ : ব্রাদার্স অ্যাট ওয়ার - ০৪