১২১

Re: বিদায় বেলায় - ০১

ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন,
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/zKmF5ROh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২২ সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (২২-০৭-২০২০ ২৩:২৭)

Re: বিদায় বেলায় - ০১

সকল বেলা কাটিয়া গেল.
বিকাল নাহি যায়।
দিনের শেষে শ্রান্ত ছবি.
কিছুতে যেতে চায় না রবি,
চাহিয়া থাকে ধরণী-পানে.
বিদায় নাহি চায়।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/8ROdHCBh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।