টপিকঃ আমেরিকার ব্রিটেন শাসনের ইতিহাস
আমেরিকাকে ব্রিটেন শাসন করেছে সেটা ১০০% ভাগ সত্য কিন্তু ব্রিটেন বা ব্রিটিশরা কাদের শাসন করেছে? উত্তর হবে ব্রিটিশরা আমেরিকাতে মাইগ্রেট করা ব্রিটিশদেরই শাসন করেছে।
আজকে আমরা যাদের আমেরিকান বলে চিনি তারা আসলে আমেরিকার প্রকৃত আদিবাসী নয়। তারা সবাই ব্রিটেন, ফ্রান্স,স্পেন হতে একটি সময় আমেরিকাতে বসতি স্থাপন করেছিল।
আমেরিকার প্রকৃত অধিবাসী ছিল রেড ইন্ডিয়ান (red Indian) তাদের নেটিভ আমেরিকানও বলা হয়। তাদেরকে এখনও আমেরিকায় কেবল চেহারা দেখে আলাদা করা যায় এবং এরাই আমেরিকার আসল উত্তরাধিকারী।
১৪৯৩ সালের নভেম্বরের ১৯ তারিখের দিকে নাবিক কলাম্বাসের আমেরিকা (USA) আবিষ্কারের এরপরই ইউরোপ থেকে সাদা চামড়ার ইউরোপীয়দের আমেরিকায় মহাদেশে মাইগ্রেশন করা শুরু হয়। একই সাথে শুরু হয় আমেরিকার বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ দখল করে উপনিবেশ স্থাপন করা।
আমেরিকায় বিভিন্ন উপনিবেশিক কলোনি গঠনে যে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরী হয়েছিল। তারা হল (১) ব্রিটেন (২) ফ্রান্স (৩) স্পেন (৪) পর্তুগাল।
তবে এদের সবার মধ্যে সবচেয়ে বেশি সফলভাবে উপনিবেশ স্থাপন করতে পেরেছিল ব্রিটেন/ব্রিটিশরা। সারা আমেরিকায় ব্রিটেন থেকে জাহাজের মাধ্যমে লোক এসে নিজেদের কলোনি গড়ে তুলেছিল।
পরবর্তীতে সারা আমেরিকায় ব্রিটেন ও ফ্রান্সের কলোনির সংখ্যা এত বেড়ে যায় যে আমেরিকায় বিট্রেন,ফ্রান্সের মধ্যে জায়গা দখল নিয়ে যুদ্ধ লেগে যায় এবং ব্রিটিশরা ফ্রান্সকে হারাতে সক্ষম হয়।
আর এরপর আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের সাথে বসতিস্থাপন করা ব্রিটিশদের সংঘর্ষ হয় এবং এভাবেই ব্রিটিশ জনগণ যারা ব্রিটেন থেকে আমেরিকায় ব্যবসা করতে, নির্বাসনে, পালিয়ে এসে আমেরিকায় বসতি স্থাপন করেছিল তারাই আমেরিকার মালিক বনে যান।
চলবে ...........
সূত্র