টপিকঃ সড়কহত্যার মুল কারন কি কি বলে আপনি মনে করেন?
১. চালকদের অসাবধানতা, অদক্ষতা,নেশায় আসক্ত ও লাইসেন্সবিহীন অদক্ষ চালক।
২. সরু রাস্তা ও রাস্তায় ডিভাইডার না থাকা।
৩. পুরনো ও ত্রুটিপূর্ণ যানবাহন।
৪. প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো এবং ওভারটেকিং দুর্ঘটনার জন্য অনেক বেশি দায়ী।
৫. সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতার অভাব।
৬. সড়ক বিষয়ক আইন প্রয়োগে এবং বাস্তবায়নের যথাযথ অভাব।
৭. প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব ও ট্রাফিক নিয়ম ভঙ্গ করা।
৮. বিকল্প যানবাহনের সুবিধা পর্যাপ্ত না থাকা।
৯. ওভারব্রিজের স্বল্পতা।
১০. সড়কের এবং ফুটপাতের ওপর অবৈধ হাটবাজার ও স্থাপনা।
১১. অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝায়।
১২. রাজনৈতিক অস্থিতিশীলতায় পথ অবরোধ, পথসভা, হরতাল প্রভৃতি কারণে যানজট সৃষ্টির ফলে যানবাহন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
১৩. সড়ক পরিবহনের সাথে সম্পৃক্ত এক ধরণের কর্মচারীদের দুর্নীতিও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।
আপনার মন্তব্য ও কারন গুলো যুক্ত করুন
সড়কহত্যার মুল কারন কি কি বলে আপনি মনে করেন?