Re: ঐ দূর পাহাড়ের ধারে....
ভোলাগঞ্জের মনভোলানো রূপ
ছবি তোলার স্থান : ভোলাগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৭/২০১৯ ইং
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ঐ দূর পাহাড়ের ধারে....
ভোলাগঞ্জের মনভোলানো রূপ
ছবি তোলার স্থান : ভোলাগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৭/২০১৯ ইং
লাল পাহাড়ির দ্যাশে যা
রাঙা মাটির দ্যাশে যা
হেথাক তুকে মানাইছে নাই গো
ইক্কেবারেই মানাইছে নাই গো
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং
পিচ ঢালা এই পথ....
ছবি তোলার স্থান : নীলগিরি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০১/২০১৪ইং
একলা-একা....
ছবি তোলার স্থান : খাগড়াছড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১৪ ইং
খুব দারুন লাগছে ছবি গুলা ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
সুন্দর দৃশ্য।
সুন্দর দৃশ্য।
ধন্যবাদ মন্তব্যের জন্য
চলন্ত গাড়ি থেকে তোলা চিরসবুজ পাহাড়ের এই ছবিটি।
ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং
সুন্দর।
সুন্দর।
ধন্যবাদ
দূর পাহাড়ের ডাক...
ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।
... কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
... যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না।।
----- সুনীল গঙ্গোপাধ্যায় -----
ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং
ভালো।
ভালো।
ধন্যবাদ
মোঘল গার্ডেন
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং
পাহাড়ের দেশে
পাহাড়িয়াদের বেশে।
আমার মনটা হেসে।
বেড়ায় কেবল ভেসে ভেসে॥
----- বিলেশ্বর গড়াই -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
কোথায় পাহাড় সে কোনখানে,
তাহার নাম কি কেহই জানে?
কেহ যেতে পারে তার কাছে?
সেথায় মানুষ কি কেউ আছে?
----- বরীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
…ও পাহাড়…ও পাহাড়…
দেখা হবে কবে আবার…
বুঝি জীবনের নিশি রাতে
…ও পাহাড় তোমার সাথে?
----- বিলেশ্বর গড়াই -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
কুয়াশায় ঘেরা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর
খাদের ধারে শুয়ে শুয়ে হাতে পায় হলদে সবুজ রং
ছিলনা বালাই সময়ের
শুধু আকাশে একটা নেপালী গানের সুর
আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান
----- অঞ্জন দত্ত -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ঐ দূর পাহাড়ের ধারে....
০.০৭২০৪৮৯০২৫১১৫৯৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৮৯৯১৪৫৪১২৭৩ টি কোয়েরী চলেছে