টপিকঃ বাংলা ব্লগ পরিচালনা বিষয়ে পরামর্শ চাই।
আমার একটা বাংলা ব্লগ আছে http://itbatayan.com (আইটি বাতায়ন) কিন্তু যথেষ্ট পরিমাণে ভিজিটর পাচ্ছি না। কি ভাবে ভিজিটর পেতে পারি সেই বিষয়ে পরামর্শ পেলে খুশি হব।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » বাংলা ব্লগ পরিচালনা বিষয়ে পরামর্শ চাই।
আমার একটা বাংলা ব্লগ আছে http://itbatayan.com (আইটি বাতায়ন) কিন্তু যথেষ্ট পরিমাণে ভিজিটর পাচ্ছি না। কি ভাবে ভিজিটর পেতে পারি সেই বিষয়ে পরামর্শ পেলে খুশি হব।
আপনার একাউন্ট তো দেখাচ্ছে supended. যাই হোক, ভিজিটর দুটি পদ্ধতিতে বাড়াতে পারেন-
১. বিজ্ঞাপন দিয়ে
২. এস ই ও করে
বিলবোর্ড, ব্যানার, পত্রিকা, ওয়েবসাইট, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি নানা জায়গায় বিজ্ঞাপন দিতে পারেন।
এস ই ও এর ব্যাপারটা একবাক্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। নিজের পেজে ইন্টারনাল লিংকিং বাড়ান, আর জনপ্রিয় কোন ব্লগ বা, ওয়েবসাইটে প্রাসঙ্গিক এবং মৌলিক কোন লেখা লিখে নিজের সাইটের এমন পেজের লিংক দিন যেটা থেকে অন্যেরা উপকৃত হবে। এছাড়া হেডিং, টাইটেল, সাবহেডিং এইসব জায়গায় এমন শব্দ ব্যবহার করতে চেষ্টা করুন যা লিখে গুগোলে সার্চ হয়।
তথ্যসূত্রঃ এস ই ও টিপস
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » বাংলা ব্লগ পরিচালনা বিষয়ে পরামর্শ চাই।
০.০৪৫৬৩৬১৭৭০৬২৯৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৪৬৮০৪৩৫৫০০৩৯ টি কোয়েরী চলেছে