টপিকঃ ঈদের আগের রাতেই রাজধানীর সড়কে ৪ জনের প্রাণহানি
আমারা কি জঙ্গলে বসবাস করছি? #২৫০৫/০৩
জঙ্গলে যেমন বাঘ হায়না এর আহারে পরিনত হয় নিরীহ হরিণ শাবক বিনা বাধায়, ঠিক তদ্রুপ বাংলাদেশে আমারা হরিণ শাবক আর সড়কের ঘাতকরা আমাদেরকে হত্যা করে বিনা বাঁধায়..
অনেক আঁতেল ভাঁড় বলেন মানুষ সচেতন হলে সড়ক হত্যা কমবে, তাদের বলছি, এই লকডাউনও গাড়ি ফুটপাতে - গাড়ি মানুষে শোবার ঘরেও ঢুঁকে মানুষ হত্যা করছে, এই লকডাউনেও মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে পেপার পত্রিকায় দেখুন
https://www.sahas24.com/?p=3342