টপিকঃ ধিক্কার জানাই
ধিক্কার জানাই
আমি শত মুখে ধিক্কার জানাই
তোদের, ওরে ঘাতক, হায়না, শকুন, শূয়োর,
যারা কেড়ে নিলো আমার জান আমার আন্তা আমার প্রান।।
আমি শত মুখে ধিক্কার জানাই তোদের, যারা এই নির্মতা বর্বরতা দেখেও করেনা, প্রতিবাদ, উৎসাহ অনুপ্রেরণা যোগায় হায়নার!!
আমি শত মুখে ধিক্কার জানাই তাদের, যারা তাদের করেনা বিচার গ্ৰেফতার!!
আমি শত মুখে ধিক্কার জানাই তাদের, যারা তার সহপাঠী বন্ধু খুন হতে দেখে, লেজ তুলে পালায় পগারপার!!
আমি শত মুখে ধিক্কার জানাই সেই সব শিক্ষা প্রতিষ্ঠান কে, যারা তার শিক্ষার্থীর করুন মৃত্যু দেখে, নিরবতা বানিজ্য করে চুপিসারে!!