টপিকঃ প্রজন্ম ফোরামের পুনর্মিলনী (সময় ও স্থান পরিবর্তন)
বন্ধুরা,
আমরা অত্যন্ত দু:খিত যে, কিছু জটিলতার কারনে আমাদের পূর্ব ঘোষিত সময় ও স্থানে আমাদের পুনর্মিলনী (গেট টুগেদার) অনুষ্ঠানটি করা যাচ্ছে না।তবে আমরা এর চেয়েও আকর্ষনীয় একটি জায়গায় আমাদের পুনর্মিলনী ও আড্ডার আয়োজন করতে যাচ্ছি।
স্থান: পানসি
-- সেক্টর: ৫, রোড: ১০, ধানমন্ডি। (এটি ডিঙ্গি রেস্টুরেন্টের ঠিক সামনের দিকে লেকের অপর পাড়ে)
তারিখ: ১৮ই জুলাই, ২০০৮ (শুক্রবার)
সময়: বিকাল ৫টা।
প্রত্যেক সদস্যকে আপাতত ১৫০ টাকা কন্ট্রিবিউট করতে হবে। তবে কেউ যদি বেশি কন্ট্রিবিউট করতে চাইলে স্বাগতম। এতে গুটি কয়েকজনের উপর চাপ কমে যাবে। কারণ জনপ্রতি খরচ প্রায় ৩০০ টাকা। যারা বেশি কন্ট্রিবিউট করতে ইচ্ছুক তাঁদেরকে এডমিন/মডারেটর এর নিকট গোপন বার্তায় জানাতে অনুরোধ করা হল। যারা চাকুরিজীবি তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
আগ্রহী সদস্যদের বুধবারের মধ্যে (১৬ই জুলাই) সন্ধ্যা ৮ টার মধ্যে নাম অবশ্যই নিবন্ধন করতে হবে। অন্যরাও আসতে পারবে তবে সেক্ষেত্রে মাথাপিছু ৩০০ টাকা করে দিতে হবে।
নাম নিবন্ধন করতে এখানে ক্লিক করুন
what to do?