টপিকঃ বাংলাদেশি প্রোগ্রামারের অনন্য সাফল্য
সারাদিন খালি খারাপ খবর পড়তে আর কত ভালো লাগে বলুন। আজ প্রথম আলোতে একটা সাফল্যের খবর পেলাম আশা করি মেধাবী তরুনরা আরো সাফল্য বয়ে আনবেঃ
বিশ্বের জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতার আসর টপকোডারে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ‘লাল’ শ্রেণীভুক্ত (রেড কোডার) হলেন সফটওয়্যার প্রকৌশলী মনজুরুর রহমান খান (সিদকী)। বর্তমানে টপকোডারে এ শ্রেণীর ২৪৩ জন প্রোগ্রামারের মধ্যে দুই হাজার ২০৯ পয়েন্ট নিয়ে ২৩৯তম অবস্থানে আছেন মনজুরুর রহমান খান। টপকোডারে সারা বছরই নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেখানে ফলাফলের ভিত্তিতে রেটিং নির্ধারণ করা হয়। কোনো প্রোগ্রামারের রেটিং দুই হাজার ২০০ অতিক্রম করলে ওই প্রোগ্রামারকে ‘লাল’ শ্রেণীভুক্ত করা হয়। বাংলাদেশ থেকে এর আগে আরেক প্রোগ্রামার আবদুল্লাহ আল মাহমুদ এ শ্রেণীভুক্ত হয়েছিলেন। সিদকীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের প্রোগ্রামাররা নানা বাধা সত্ত্বেও প্রোগ্রামিং প্রতিযোগিতায় সফলতা পাচ্ছে, তা সত্যি দেশের জন্য আনন্দের খবর।
রেটিং অনুসারে টপকোডারে প্রোগ্রামারদের লাল, হলুদ, নীল, সবুজ, ধূসর ও সাদা—এ ক্রমে বিভক্ত করা হয়। সারা বিশ্বের মেধাবী প্রোগ্রামাররা নিয়মিত অংশ নেন টপকোডারের প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে যেমন রয়েছেন শিক্ষার্থী আবার রয়েছেন পেশাদার প্রোগ্রামার ও গবেষক। সম্প্রতি লাল শ্রেণীভুক্ত হওয়া প্রোগ্রামার মনজুরুর রহমান খান বর্তমানে মুক্ত সফটওয়্যার লিমিটেডে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন এসিএম আইসিপিসির বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই বার অংশ নেওয়া এই কৃতী প্রোগ্রামার।
বাংলাদেশি প্রোগ্রামারের এ সাফল্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ প্রথম আলোকে বলেন, টপকোডারে ‘লাল’ শ্রেণীভুক্ত হওয়াটা নিঃসন্দেহে একটা বিরাট অর্জন ও গর্বের বিষয়। যা অনেকটা দাবা খেলায় গ্রান্ড মাস্টার খেতাব অর্জনের মতো। তিনি বলেন, ‘বাংলাদেশি এ প্রোগ্রামারের এই সাফল্য আবারও প্রমাণ করল যে মেধার লড়াইয়ে আমরা পিছিয়ে নেই এবং এখনই সময় তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার।’
উল্লেখ্য, টপকোডার অ্যালগরিদম প্রতিযোগিতায় ৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২। শীর্ষ দুটি স্থান যথারীতি রাশিয়া ও চীনের দখলে। বিস্তারিত জানা যাবে www.topcoder.com/tc?cc=&sc=&sd=&cc=&module=AlgoRank&nr=200&sr=201 ঠিকানায়
মূল লিঙ্কঃ http://www.prothom-alo.com/detail/date/ … news/79779