Re: আমিই অরণ্য - বিবাহ পর্ব ১
পুরো লেখাটাই উপভোগ করলাম। রীতিমত সিনেমা সিনেমা স্টাইল
আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » আমিই অরণ্য - বিবাহ পর্ব ১
পুরো লেখাটাই উপভোগ করলাম। রীতিমত সিনেমা সিনেমা স্টাইল
আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক
বিয়ে নিয়ে বিখ্যাত
মনীষীদের
বিভিন্ন উক্তি...
১।
বিয়েটা একটা রোমাঞ্ছকর
উপন্যাস, যার প্রথম
পরিচ্ছেদেই নায়কের
মৃত্যু হয়ে থাকে।।
"---শেক্সপিয়র- - -"
২। যদি ভাল
স্ত্রী পাও,
তা হলে তোমার নিজের
লাভ। কারন তখন
তুমি সুখী হতে পারবে।
কিন্তু যদি খারাপ
স্ত্রী পাও
তা হলে দেশের লাভ,
কারন
তখন তুমি দার্শনিক
হতে পারবে।।
"---গ্রিক মতবাদ---"
৩। বিয়ে করার অর্থ
হচ্ছে নিজের
অধিকারকে অর্ধেক
করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ
করা।।
"---শুপেনহাওয়া র ---"
৪। মেয়েরা বিয়ের
আগে কান্নাকাটি করে আর
ছেলেরা বিয়ের পর।।
"---পোলিশ প্রবাদ---"
৫। স্ত্রীর
সঙ্গে বীরত্ব
করে লাভ কি? আঘাত
করলেও কষ্ট, আঘাত
পেলেও কষ্ট।।
"---রবীন্দ্রনাথ
ঠাকুর---"
অরণ্য দা আপনার জন্য কিছু উপ হার।
উপ্স, সরি সরি। আমি আসলে গতকালই কমেন্ট করবো ঠিক করেছিলাম। সম্ভবত বাসার পিসিতে ছিলাম। পরে কি একটা কারণে জানি ভুলে গিয়েছিলাম পোস্ট করতে।
অরণ্য দম্পতিকে মনের গভীর থেকে কংগ্র্যাচুলেশন্স। এ্যাডভেঞ্চারাস কিন্তু ছিমছাম বিয়ের অনুষ্ঠানটির অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এ্যাম্বুলেন্সে আপনার শুয়ে থাকার ভংগিটি দারুণ লাগলো। পিকেটাররা না ধরতেই অভিনয়! ভাবীরও (মিসেস অরণ্য) একটা কাউন্টার অভিজ্ঞতা বয়ান পর্ব চাই। কয়েক মাস/সপ্তাহ আগে কোন একটি পোস্টে সম্ভবত বলেছিলেন উনিও এ ফোরামের সদস্য।
আরণ্যক ফোরামের একমাত্র মুরুব্বীকে ছাড়াই বিয়ে করে ফেলল এটা ভাবতেই আমার কান্না পাচ্ছে ৷
নবদম্পতির সুখ সমৃদ্ধি কামনা করছি ৷
সত্যিই চমৎকার লেখা।
বিয়ে করতেই অজ্ঞান হয়ে গেলেন,বাকি জীবন কি করবেন!
লেখাটা অনেক সুন্দর । অনেক পরে পড়ছি ।
ধন্যবাদ শিয়ার কারার জন্য ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » আমিই অরণ্য - বিবাহ পর্ব ১
০.০৬৪০৫৬১৫৮০৬৫৭৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৭.৬৭৭৭৬১৪৮৫২৩৭ টি কোয়েরী চলেছে