টপিকঃ করোনাভাইরাস

”যেভাবে শরীরে প্রবেশ করে করোনাভাইরাস”
"ড্রপলেট” আর “এয়ারবোর্ন” শব্দ দুটোর ভেতর পার্থক্য আছে। করোনাভাইরাস “ড্রপলেট” এর মাধ্যমে ছড়ায়।

ড্রপলেট মানে হাঁচি-কাশির ফলে কারো শরীর থেকে বের হয়ে আসা বিন্দু বিন্দু পানিজাতীয় পদার্থ। করোনাভাইরাস বহনকারী ব্যক্তি সরাসরি হাঁচি বা কাশি দিলে তার সাথে এই ভাইরাস বেরিয়ে আসে। হাঁচি-কাশি দেবার সময় কেউ কাছাকাছি (২ মিটার) থাকলে তার সংক্রমিত হবার আশঙ্কা থাকে। এই ড্রপলেট কোথাও পড়লে সেখানে কয়েক ঘণ্টা ভাইরাসটি থাকে।
এই সময়ে কেউ ওই স্থান স্পর্শ করলে ভাইরাসটি তার হাতে যায়। সেই হাতে মুখ-নাক-চোখ স্পর্শ করলে শরীরের ভেতর তা ঢুকে যায় ও মানুষটি আক্রান্ত হয়।

এখন পর্যন্ত বিজ্ঞানীদের ভাষ্যমতে, করোনাভাইরাস এয়ারবোর্ন বা বায়ুবাহিত ভাইরাস নয়। ফলে বাতাসে ভেসে অনেকদূর গিয়ে তা অন্য কাউকে সংক্রামিত করতে পারে না।

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: করোনাভাইরাস

করোনাভাইরাস নিয়ে ফোরামে আরো বেশী পোস্ট করা দরকার ।

Re: করোনাভাইরাস

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: করোনাভাইরাস

সিঙ্গাপুরে হাসপাতাল থেকে পুনরুদ্ধার করা রোগীদের কাছ থেকে পাওয়া তথ্য ...

  প্রতিদিন আমরা সেখানে যা নিয়েছি:

  1. ভিট সি -1000।
  2. ভিটামিন ই।
  3. 10:00 - 11:00 15-20 মিনিটের জন্য সূর্যালোক।
  4. ডিম একটি।
  ৫. বিশ্রাম নিন 7-8 ঘন্টা।

প্রতিদিন 1.5 লি লিটার পানি পান করুন এবং প্রতিটি খাবার গরম হওয়া উচিত (ঠান্ডা নয়)।
  আমরা হাসপাতালে এটিই করি।

  এটি আমাদের সকলকে বলতে হবে যে করোনা ভাইরাসের জন্য পিএইচ 5.5 থেকে 8.5 এর মধ্যে পরিবর্তিত হয়

  করোনা ভাইরাসকে পরাস্ত করতে আমাদের যা করা দরকার তা হল ভাইরাসটির পিএইচ স্তরের বেশি ক্ষারযুক্ত খাবার গ্রহণ করা।

  এর মধ্যে কয়েকটি হ'ল:
  * লেবু - 9.9 পিএইচ
  * চুন - 8.2 পিএইচ
  * অ্যাভোকাডোস - 15.6 পিএইচ
  * রসুন - ১৩.২ পিএইচ *
  * আম - 8.7 পিএইচ
  * টেঞ্জারিন - 8.5 পিএইচ
  * আনারস - 12.7 পিএইচ
  * ড্যান্ডেলিয়ন - 22.7 পিএইচ
  * কমলা - 9.2 পিএইচ

  আপনি কীভাবে জানবেন যে আপনি করোনা ভাইরাস আক্রান্ত?

  1. গলা চুলকানি
  2. শুকনো গলা
  ৩. শুকনো কাশি
  4. উচ্চ তাপমাত্রা
  ৫. শ্বাসকষ্ট
  6. খাবারের গন্ধ এবং স্বাদ না পাওয়া।

  তাই আপনি যখন এই বিষয়গুলিতে ভোগবেন তাড়াতাড়ি লেবু এবং পানীয় সহ গরম জল নিন।

#সংগ্রহীত।

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: করোনাভাইরাস

করোনাকালে বলিউড (যা নিয়ে এগিয়ে এলেন)
১। অক্ষয় কুমারঃ ২৫ কোটি রূপি!
২। বরূণ ধাওয়ানঃ ৫৫ লাখ রূপি!
৩। কার্তিক অারিয়ানঃ ১ কোটি রূপি!
৪। শিল্পা শেঠিঃ ২১ লাখ রূপি!
৫। অানুশকাঃ ৩ কোটি রূপি!
৬। সালমানঃ ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব!
৭। শাহরূখ খানঃ ৫০ হাজার পি পি ই!
#আমাদের সেলিব্রিটিরা (যা বললো)
১। জয়া অাহসানঃ সবাইকে মানবিক হওয়ার অাহবান।
২। নুসরাত ফারিয়াঃ বৈশাখী পরিকল্পনার কথা জানালেন।
৩। টয়াঃ শুটিং সেটের উত্তেজনা মিস করেন।
৪। পূর্নিমাঃ করোনার পর সব বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়াবে।
#প্রথম_অালো_পত্রিকা।

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: করোনাভাইরাস

করোনা মহমারি
# ইতালিতে করোনা মহামারি আকার ধারণ করে ৪৫ তম দিনে।
#স্পেনে মহামারি আকার ধারণ করে ৫০ তম দিনে।
# যুক্তরাষ্ট্রে মহামারি আকার ধারণ করে ৫৫ তম দিনে।
# আমাদের দেশ/ বাংলাদেশে আজ ৩৪ তম দিন সুতরাং আগামী ২০-২৫ দিন বাংলাদেশের জন্য খুবই মারাত্মক সময়।সবাই কে অনুরোধ করবো ঘরে থাকুন,পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, এবং দেশকে বাঁচান।

নামায সবার উপর ফরয করা হয়েছে