টপিকঃ ফ্রি ওয়েবসাইট তৈরী করা খুব সহজ!!
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারা প্রায় সকলেই চাই নিজের একটা ওয়েবসাইট থাকুক কিন্তু .Net, .php, html, Java ইত্যাদি জানা না থাকায় করতে পারি না, আবার যারা জানি তারা ডোমেইন রেজিস্ট্রেশন/হোস্টিং ইত্যাদি ঝামেলার জন্য অনেক সময় করতে পারি না। তাদের জন্য blogspot masudanwar.blogspot.com হতে পারে দারুন অভিজ্ঞতার একটা বিষয়। আপনার যদি একটা জিমেইল একাউন্ট থাকে তাহলে খুব সহজেই আপনি এ নিজের একটা ওয়েবসাইট তৈরী করে ফেলতে পারবেন। এবং সম্পূর্ন কাজটাই বিনামূল্যে। যেমন আমি তৈরি করেছি আমার নিজের পেজ masudanwar.blogspot ভিজিট করে দেখতে পারেন। বলে রাখি এটি সম্পূর্ণ ফ্রী তাই কিছু সীমাবদ্ধতা থাকাটা অস্বাভাবিক নয় তবে যারা HTML, Java ইত্যাদি পারেন বা মোটামুটি ভাল ধারনা আছে তারা আশা করি ভালই ডেভেলপ করতে পারবেন।
জীবনটা জটিল, আমি চাই সাজাতে সহজে।
ভিজিট করুন http://www.enestbd.com