টপিকঃ সাহায্য চাই ....
আমি একটি ফ্রি ওয়েব পেজ তৈরি করতে চাই। (মূলত বায়োডাটা টা রাখার জন্য)। এই ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই। তারপরও একটা যেনতেন তৈরি করলাম। www.tuhinsoft.co.cc
কিন্তু সমস্যা হচ্ছে ... ডোমইন এবং হোস্টিং ফ্রি বলে একটা বিশ্রী এড পেজের একদম প্রথমে এসে হাজির হচেছ। এই এ্যাডটি পেজের শেষে অথবা একদম বাদ দেওয়ার কোন উপায় থাকলে প্লিজ হেল্প করুন।
আমার বিশ্বাস প্রজন্মের বন্ধুরা এটুকু সহযোগিতা অবশ্যই করবে ....
আমি Web page Maker v3.03 (Registerd) দিয়ে এটি তৈরি করে সরাসরি এই সফটওয়ার থেকেই পাবলিশ (আপলোড) করেছি।