টপিকঃ ই-কমার্স ব্যাবসা বিষয়ে কিছু জিজ্ঞাসা
আমি ২০১৪ এর জানুয়ারীতে দেশের ভিতরে একটা ই-কমার্স সাইট চালু করার চিন্তা করছি। আমার সাইটটা মূলত Clothing রিলেটেড। আমার প্রায় সব কিছু এখনই গুছিয়ে নেয়া হয়ে গেছে। কিন্তু সমস্যা হয়েছে পেমেন্ট গেটওয়ে নিয়ে। আমি চাচ্ছি প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি দিতে এবং বিভিন্ন পেমেন্ট গেটওয়ে, যেমন - ব্যাংক, ক্রেডিটকার্ড এবং বিকাশ ও ক্যাশ অন ডেলিভারী সার্ভিস ব্যাবহার করতে। আমার চিন্তা হচ্ছে এইরকম-
যারা অর্ডার দেয়ার সময় ব্যাংক, ক্রেডিটকার্ড বা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করবে তাদের আমি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যামে প্রোডাক্ট হোম ডেলিভারি করব। এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিব শুধু ঢাকার ভেতরে। কিন্তু ক্যাশ অন ডেলিভারী'র ক্ষেত্রে প্রডাক্ট হোম ডেলিভারী দিয়ে তারপর টাকা নিয়ে আসতে হয়। এখন আমার লোকবল অনেক সীমিত। মাত্র কয়েকজন এর পেছনে কাজ করছে বা করবে। সেক্ষেত্রে ঢাকার ভেতরে সব এলাকায় এই সার্ভিসটা দেয়া পসিবল হবে না। সেক্ষেত্রে এমন কি কোন কুরিয়ার সার্ভিস বা কোম্পানি আছে যারা আমার হয়ে আমার প্রোডাক্টের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিতে পারবে?