টপিকঃ মানুষের জীবন অনেক সস্তা
মানুষের জীবন অনেক সস্তা
সড়কে চাকায় পিষ্ট হয়ে
মানুষের শরীর বয়ে
টগবগিয়ে খুন ভাসে,
হত্যা-সুখের উল্লাসে
ঘাতকের চকচকিয়ে চোখ হাসে,
তৃপ্ততার উল্লাসে ভাসে,
সড়ক লাল রক্তে ভাঁসে
প্রশাসকরা টাকার গন্ধে নাচে,
সড়কে করবে জন হত্যা
পাবে তারা টাকার বস্তা,
আমজনতা জনতা ভাবে খুন হয়েছে যে
সে আমাদের কে?
কেন করব প্রতিবাদ
কেন বলব এটা শোক সংবাদ?
প্রতিদিনই সড়কে হচ্ছে হত্যা
মানুষের জীবন অনেক সস্তা,