টপিকঃ ফুলের নাম : ফাল্গুনমঞ্জরী
ফুলের নাম : ফাল্গুনমঞ্জরী
অন্যান্য ও আঞ্চলিক নাম : ফাল্গুনীমঞ্জরী, সারাঙ্গা, শারঙ্গ, গিরিপুষ্প ইত্যাদি।
Common Name : Mexican lilac, Forest Lilac, Mother of cocoa, Quickstick, Spotted Gliricidia, Gliricidia, Tree Of Iron, Glory Cedar, Madre Tree, The Spotted Gliricidia, Dormouse Destroyer Tree.
Scientific Name : Gliricidia sepium
মেক্সিকোর এই গাছটি আমাদের দেশে খুব চমৎকার মানিয়ে গেছে।
আমার কেনে যেনো মনে হয় আমাদের সাজনা/সজিনা গাছের সাথে এর খুব মিল আছে।
গাছ থেকে ডাল কেটে মাটিতে ডাল পুতে দিলেই এরা দ্রুতই নিজের যায়গা করে নেয়।
খুব দ্রুত বাড়ে এবং কোনো যত্ন ছাড়াই টিকে থাকে।
বছর জুড়ে গাঢ় সবুজ পাতায় ছেয়ে থাকলেও শীতে পাতা ঝরে মার্চের শেষ পর্যন্ত নিস্পত্র ডাল গুলি ফুলে ফুলে ভরে থাকে।
ভ্রমর আর মৌমাছিদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো।
সবগুলি ছবি আমার নিতের তোলা
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন ও রমনা পার্ক, ঢাকা।