টপিকঃ আমার দেখা প্রচীন মঠ সমগ্র
দেশের প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখার একটা শখ আমার আছে। সুযোগ হলেই দেখার চেষ্টা করি প্রাচীন বাংলার ঐসব আশ্চর্য স্থাপনা।
Save the Heritages of Bangladesh প্রতি মাসের শেষ শুক্রবারে এই সব প্রাচীন স্থাপনা দেখতে যাবার আয়োজন করে। তাদের সাথেই আমার দেখার সুযোগ হয়েছে দেশের অনেক অচেনা-অজানা প্রাচীন স্থাপত্য।
এই এ্যালবামে থাকবে আমার দেখা প্রাচীন মঠের ছবি গুলি। এখানে মঠ বলতে মূলত স্মৃতি-মন্দিরকে বুঝানো হয়েছে।
০০১ : সোনারং জোড়া মঠ
সোনারং জোড়া মঠ বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এই প্রত্নতত্ত্ব নিদর্শন। এটি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে অবস্থিত। কথিত ইতিহাসে জোড়া মঠ হিসাবে পরিচিত লাভ করলেও মুলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তর লিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালীমন্দিরটি ১৮৪৩ সালে ও ছোট মন্দিরটি ১৮৮৬ সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মুলত শিবমন্দির। বড় মন্দিরটির উচ্চতা প্রায় ১৫ মিটার। প্রায় ২৪১ ফুট উঁচু এই মঠ দিল্লীর কুতুব মিনারের চেয়েও পাঁচ ফুট উঁচু। তাই এটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ।
- উইকিপিডিয়া।ছবি - নিজ।
ছবি তোলার স্থান - সোনারং গ্রাম, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°31'20.8"N 90°27'33.1"E
ছবি তোলার তারিখ : ২৯-১২-২০১৭ইং