সর্বশেষ সম্পাদনা করেছেন হ্যাভেন (১৮-০৮-২০০৮ ১৯:৪৯)

টপিকঃ অতি সাধারন মানুষ

নিজের তরফ থেকে সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আসল নাম জাহিদুল ইসলাম। আব্বু-আম্মু ডাকেন হ্যাভেন বলে। স্থায়ী নিবাস লতিফপুর কলোনী, বগুড়া। আজ হতে ছয় বছর আগে বগুড়া শাহ্‌ সুলতান কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। বর্তমানে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছি। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট খুজতে গিয়ে প্রজন্ম ফোরামের দেখা মেলে। প্রায় তিন বছর অতিবাহিত হলো প্রবাসী হয়েছি। এর মধ্যে একবারো দেশে যাইনি। প্রজন্ম ফোরামকে এবং বিশেষ করে এর সদস্যদের পেয়ে মনে হচ্ছে পুরোনো বন্ধুদের আবার ফিরে পেয়েছি। এ এক নতুন অনুভুতির সৃষ্টি হয়েছে নিজের ভেতর।

বি.দ্রঃ- লেখার অভ্যাস কোনো দিনই ছিলনা এবং নেই। তাই আশা করি ভুলত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখ্‌বেন।
                                 
                                                               -ধন্যবাদ সবাইকে।

স্বাক্ষর দিতে ভয় লাগেরে ভাই!

Re: অতি সাধারন মানুষ

প্রবাস থেকেও দেশের কথা মনে রাখবে যেমনটি এখন রাখছেন। আর আমাদের সাথে বেশী বেশী সময় দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ভাল লাগবে।

Re: অতি সাধারন মানুষ

স্বাক্ষর দিতে ভয় লাগেরে ভাই!

Re: অতি সাধারন মানুষ

মারহাবা ইয়া হ্যাভেন আকই। আহলান ওয়া সাহালান।
আশা করি নিয়মিত দেখা পাবো এই ফোরামে।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: অতি সাধারন মানুষ

শুনে ভালো লাগলো। নিয়মিত হন আশাকরি প্রজন্ম আপনাকে দেশের বাইরে আর এক দেশ উপহার দেবে smile

Re: অতি সাধারন মানুষ

ওয়েলকাম ভাই thumbs_up

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: অতি সাধারন মানুষ

স্বাগতম হ্যাভেন ভাই।(y)

Re: অতি সাধারন মানুষ

সুন্দর পরিচয় দিয়েছেন। স্বাগতম হ্যাভেন!

Re: অতি সাধারন মানুষ

স্বাগতম, হ্যাভন ভাই, নাম দেখে প্রথমে ভাবলাম আমার পরিচিত মনে হয়। হ্যাভন নামে বগুড়ার একজন আমার ভাগিনার সাথে সিলেটে পড়াশুনা করে।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: অতি সাধারন মানুষ

হ্যাভেন ভাই আপনাকে ফোরামে স্বাগতম। হ্যাভেন শব্দের অর্থ জানেন তো? আমার এক পিচ্চি ভাস্তে আছে নাম হ্যাভেন। খুব দুষ্ট। ওর বাবা কি জন্য যে ওর নাম হ্যাভেন রেখেছে তাই ভাবছি thinkingthinking আশা করছি নিয়মিত হবেন।

১১

Re: অতি সাধারন মানুষ

সু-স্বাগতম হ্যাভেন ভাই, আশা করি সময়টা ভালই কাটবে আমাদের সাথে।

১২

Re: অতি সাধারন মানুষ

মারহাবা বিকুম হ্যাভেন ভাই।

১৩

Re: অতি সাধারন মানুষ

স্বাগতম। thumbs_up

১৪

Re: অতি সাধারন মানুষ

আপনাকে স্বাগতম হ্যাভেন ভাই। নিয়মিত হন মজা পাবেন আশা করি।(y):clap:

সবুজ নিস্প্রভ হয়েছে সেই কবে, তারুন্য যেন নির্জীব, অসুস্থ আলোর ঝলকানী নেই, মেঘে মেঘে কেটে যায় বেলা।হতাশার চোরাবালিতে হারিয়ে যায় প্রত্যাশা প্রতিনিয়ত।

১৫

Re: অতি সাধারন মানুষ

কি হে হ্যাভেন ভাই, নয়া লাগতাছে! মুইও নয়া। "প্রজন্ম" ফোরামটা ভালই লাগছে। থাইকেন মুগো লগে। ভালই লাগবো।

আপনাকে স্বাগতম।
_________
আরিফ হাসান

আলহামদুলিল্লাহ!

১৬

Re: অতি সাধারন মানুষ

স্বাগতম হ্যাভেন ভাই আশা করি সবসময় আপনাকে এখানে পাব।

উড়ে যাব ডানা মেলে

১৭

Re: অতি সাধারন মানুষ

স্বাগতম ভাই

১৮

Re: অতি সাধারন মানুষ

আপনাকে ওয়েলকাম

১৯

Re: অতি সাধারন মানুষ

স্বাগতম ভাই