টপিকঃ অতি সাধারন মানুষ
নিজের তরফ থেকে সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আসল নাম জাহিদুল ইসলাম। আব্বু-আম্মু ডাকেন হ্যাভেন বলে। স্থায়ী নিবাস লতিফপুর কলোনী, বগুড়া। আজ হতে ছয় বছর আগে বগুড়া শাহ্ সুলতান কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। বর্তমানে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছি। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট খুজতে গিয়ে প্রজন্ম ফোরামের দেখা মেলে। প্রায় তিন বছর অতিবাহিত হলো প্রবাসী হয়েছি। এর মধ্যে একবারো দেশে যাইনি। প্রজন্ম ফোরামকে এবং বিশেষ করে এর সদস্যদের পেয়ে মনে হচ্ছে পুরোনো বন্ধুদের আবার ফিরে পেয়েছি। এ এক নতুন অনুভুতির সৃষ্টি হয়েছে নিজের ভেতর।
বি.দ্রঃ- লেখার অভ্যাস কোনো দিনই ছিলনা এবং নেই। তাই আশা করি ভুলত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখ্বেন।
-ধন্যবাদ সবাইকে।