টপিকঃ ডাটা এন্ট্রি অপারেটর বা ডাটা মাইনার প্রয়োজন
পার্ট টাইম বেসিস এ একজন ডাটা মাইনার দরকার। যদিও ডাটা এন্ট্রি বলেছি, এইটা আসলে শুধু এন্ট্রি না। অনলাইনে (নির্দিষ্ট ধরণের) ডাটা খুঁজে তারপরে সিস্টেমএ এন্ট্রি দিতে হবে। সেজন্য যা প্রয়োজন তা হল
- কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে
- বেশিরভাগ যোগাযোগ skype/slack/google hangout এ হবে। সুতরাং এগুলোর ব্যবহার জানতে হবে।
- স্লো নয় এমন একটি কম্পিউটার ([-X)
- ভালো ইন্টারনেট স্পিড
- খুব ভালো ইংলিশ পড়তে ও লিখতে জানতে হবে। পড়াটা বোঝার মতো হলেই চলবে; তবে লেখাটা ভালো দরকার কারণ অনেক সময় নিজেকে কিছু প্যারাগ্রাফ গুছিয়ে লিখতে হতে পারে। আর ইংলিশে কথা বলতে পারলে তো সেইরাম !
- প্রতিদিন নূন্যতম ৪ ঘন্টা সময়; সপ্তাহে অন্তত ৫ দিন। কাজের সময় মোটামুটি ফ্লেক্সিবল থাকবে।
- ঘন্টা হিসেবে পারিশ্রমিক প্রদান করে হবে। টাইম ট্র্যাকিং সফটওয়্যার এর মাধ্যমে সময় ট্র্যাক করে হবে।
- নূন্যতম একটি নিদির্ষ্ট পরিমান সময় বা তার বেশি কাজ করলে আলোচনা সাপেক্ষে ইন্টারনেট এর খরচ প্রদান করে হবে।
পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকলে ভালো তবে আবশ্যক নয়। আগ্রহীরা নিচের বিষয়গুলা নিয়ে গোপন বার্তা পাঠাতে পারেন।
- একটা Resume
- কেন আপনি কাজটি করতে পারবেন বলে মনে হয়?
- প্রতিদিন কত ঘন্টা / সপ্তাহে কতদিন কাজ করতে পারবেন
- ঘন্টা প্রতি টাকা/$
- কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে কিছু তথ্য (কি কম্পিউটার, কি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন ইত্যাদি)
ধন্যবাদ