
গেম অব থ্রোন্সের মহাকাব্যিক ব্যর্থতার পর।

আমাদের চারপাশের ঘটে যাওয়া নানা ঘটনা আর ভবিষ্যতে ঘটতো পারে এমন সব ঘটনাকে একটু অন্যভাবে তলিয়ে দেখার চেষ্টা করা হয়েছে এই টিভি শোতে।

Money Heist
এটা মূলত একটা স্প্যানিশ টিভি শো যার মূল নাম La Casa de Papel। কাহিনীর শুরু "দ্য প্রফেসর" নামের রহস্যময় ব্যক্তিকে ঘিরে, যার মহাপরিকল্পনা হল স্পেনের রয়্যালমিন্ট থকে বিলিয়ন ইউরো হাতিয়ে নেয়া। এই কাজে সে যুক্ত করে এমন আট জন যাদের পিছুটান নেই, কিন্তু প্রয়োজনীয় গুন আছে। ঘটনার প্ররিপ্রেক্ষিতে চলে আসে বন্দীদশা এমনকি পুলিশের সাথে সম্মুখ লড়াইয়ের মত পরিস্থিতিও। শেষ পর্যন্ত কি "দ্য প্রফেসর" সফল হবে নাকি ব্যর্থ তা জানতে হলে দেখতে হবে এই টিভি শো।
hard to hate but tough to love