টপিকঃ নতুন মোবাইল কিনব !!! সাহায্য কামনা করছি
আমার বছর দুয়েকের সাথী Symphony D66 ইদানিং উদ্ভট আচরণ করছে। কাউকে কল দিলে হঠাৎই নেটওয়ার্ক উধাও। আবার কিছুক্ষণ পর ফিরে আসে। এটিকে হাল্কার উপর ঝাপসা ভাবে কোন জায়গায় রাখলে অফ হয়ে যায়। বিশেষ করে রাফ ইউজের জন্য ব্যবহার করা হয় তো। তাছাড়া এর কালার এখন ডিসকালার হয়ে গিয়েছে। দেখতে ও জীর্ণ দশায় পরিণত হয়েছে। তাই ভাবছি নতুন আরেকটা হ্যান্ডসেট কিনব। তবে এবার ব্রান্ডের গুলো কিনব। যদিও ব্ল্যাকলিস্ট ফিচারস টিকে অনেক মিস করব
। যাক ওয়াচলিস্টে দুটি হ্যান্ডসেট রয়েছে।
১. Samsung C3322 DUOS = ৪৫০০ টাকা
২. Nokia 225 Dual SIM = ৪২০০ টাকা
স্যামসাং এর সেটটিকে সব দিক থেকে ভালো লেগেছে। তবে ২.২'' ডিসপ্লে এবং ব্ল্যাকলিস্ট নেই । লুক কিছুটা নকিয়া ৬৩০০ এর মত লাগে। তাছাড়া স্যামসাং এর ভয়েস ক্লিয়ারিটি এবং সাউন্ড কোয়ালিটি দুটোই ভালো পেয়েছি। তবে ডিসপ্লে টিএফটি বিধায় এর ক্লিয়ারিটি নিয়ে খানিক সন্দিহান আছি। যদি ও (~182 ppi pixel density) তবুও এই ডিসপ্লে সাইজে খারাপ না। ব্যাটারী 1000 mAh।
নকিয়ার এই সেটটির প্রধান দুর্বলতা এতে নাকি জাভা নেই [নেটে কনফিগ দেখে যতটা বুঝলাম]। নকিয়ার এর থেকে নরমাল সেটেও জাভা রয়েছে। কিন্তু এতে নেই কেন বুঝতে পারলাম না। আরেকটা বড় সমস্যা কয়েকদিন পর নকিয়ার সেট গুলোকে উল্টিয়ে কথা বলা লাগে। যেটা আমার কাছে বিরক্তিকর লাগে । আর এটার 2.8 inches (~143 ppi pixel density)। ডিসপ্লে ম্যাটেরিয়াল LCD Transmissive। ব্যাটারী 1200 mAh।
এখন এই দুটো থেকে কোনটা ভালো হবে? তাছাড়া আপনাদের যদি অন্য কোন সাজেশন থাকে সেটিও শেয়ার করার জন্য অনুরোধ রইল।