টপিকঃ বিদায় বেলায় - ০১
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।
১। আলোক গোলক
একদা গিয়ে ছিলাম যমুনার তীরে, বিদায় বেলায় সূর্য ঢলে পরে পশ্চিমে।
ছবি তোলার স্থান : যমুনা সেতু।
ছবি তোলার তারিখ : ২৩/৫/২০১৪ ইং
২। বিদায় বেলার আগেই
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং
৩। লুকচুরি
ছবি তোলার স্থান : কাপ্তাই লেক, রাঙ্গামাটি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৪ ইং
৪। বিদায় বেলার খেলা
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
৫। আড়ালে
পাহাড়ের উপড়ে দাঁড়িয়ে রক্তিম রং ছড়িয়ে সূর্যের বিদায় দেখার সৌন্দর্যই আলাদা।
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ ইং