টপিকঃ নতুন সফট্ওয়্যার ইন্সটলে কম্পিউটার রিস্টার্ট না করতে চাইলে..
আমার প্রায়ই এরকম মেজাজ খারাপ করা ব্যাপারের সম্মুখীন হই, কোন সফট্ওয়্যার ইন্সটল করেছি, শেষে সে রিস্স্টার্ট চাচ্ছে, কিন্তু হাতে সময় নেই বা অন্যকোন কাজ করছি কম্পিউটারে, তখন পারছিনা রিষ্টার্ট করতে, আবার নতুন সফট্ওয়্যারটাও চালুকরতে চাচ্ছি, মোটকথা আমার মত এমন অলসদের জন্য একথা........
এক্ষেত্রে কম্পিউটারের সব Explora কে রিষ্টার্ট করে নিলেই চলবে। সেক্ষেত্রে Task Manager থেকে সকল Explora.exe কে খুজে End Process করলেই আপনি নতুন ইন্সলকৃত প্রেগ্রাম ব্যাবহার করতে পারবেন। অথবা এত ঝামেলা না করতে চাইলে, KillExplorer.bat নামে একটা নোটফপ্যাডে নিচের কোডটি লিখে সেইভ করুন।
@echo off
taskkill /f /IM explorer.exe
explorer.exe
এরপর শুধু এটাকে রান করুন...............