টপিকঃ মোর শুভেচ্ছা থাকিল কেমন .......................
>> আগে পরিচয় দাও... কেমন তারপর কথা হইবে....
মোর নাম হইল কামরুজ্জামান জামান, মোর বারি হইল অমপুর, থাকং ঢাকাত, আর একখান "কমপিউটার-ত তোমরা য্যাটে বসি সবাই পাচাল পারেন তাঁর এক না আকিঁ ঝুঁকির" চাকরি করং.. এই আর কি?
>>এখন বাহে তোমরা কইছেন নিজের সম্পর্কে কইবার কইছেন, কিন্তু মুই এলা কি কও ......
ও শোন ভাইয়েরা- মুই যে দিন অমপুর থাকি চাকাত আইসো। সেদিন বাছত উঠনু রাইতত... আইসোংচল, না ঘুমায় চেতন আছু (মোর আবার গাড়িত ঘুম ধরে না)। তো রাইত জাগাটা খারাপ লাগিল না, মোটামুটি ভালই কাটিল আর কি? ভোর বেলা হেলপার চিল্লাওছে গাজিপুর.. গাজিপুর কারিয়া, মুই এলা ভাল করিয়া জালনা দিয়া বাইরোত দেখ.ওংচল আর ভাবোংচল ঢাকা যখন শহরের নাম, তাইলে মনে হয় পুরাটা ঢাকা, এমনকি সূর্যের আলোয় ম মনে হয় পরেনা। ভাইরে ভাইরে ভাই কি আর কও.. চান্দুরা পার হয়া এমন গণ্ধ শুরু হইল মোর আর বমি বমি করেত করেত কিছু থাকিল না.. যান ব্যারে গেল। কোন রকেম গাবতলিত নামনু। ""তখন বুঝনু ঢাকা আর ঢাকা না, গোটাল উন্ দাও""
এলা বারিত যাইম, সকাল বেলা ভয় ভয় করেচোল মোর, এলা মুই রিক্সা'আলাক কনু আসাদ গেট যাবু, রিক্সা'আলা মোর কথা শুনি হাসেচোল, মুই এলা কনু হাসিস না, কিছুক্ষন পর কিন্তু কান্দিবু... যাবু কি'না কও। অয় এলা কইল যাইমু, মুই কনু চল! এলা অয় মোক কয়চোল রিক্সাত উঠেন, মুই কনু তুই রিক্সাত যা মুই তোর পিছে পিছে হাটি যাওচোল...... যাইতে যাইতে আসাদ গেট গেনু, মুই এলা উয়াক কনু তুই যা মুই এইটা বাড়িত যাইম। ওমা অয় মোক কয় ভাড়া দেন! মোর মাথা ঘুরি গ্যালো, মুই কও কিসের ভাড়া, মুই তো তোর রিক্সা'ত চরো নাই। অয় এলা চিকরা.চিক্-রী করেচোল, আস্তে আস্তে দুই-তিন জন চাচা আসিল, কইল কি হইছে, মুই এলা ঘটনা কনু- চাচা রিক্সা'আলা পুচ করিল, "কি ব্যাটায় হাচা কইছে নি" হঁ - বলা দেরি নাই আর কিসের য্যান কান ফাঁঠা শব্দ হইল, পরে দ্যাখং চাচার হাত আর রিক্সা'আলার কান এক সাথে।
"মুই এলা কনু তখন হাসলু না, এবার কান্দেক"
ও বাই! ও বাই!! ও বাই!!! ও বাই!!!! ও বাই!!!!! ও বাই!!!!!!ও বাই!
এই শোনেন বাইয়েরা তোমার এই রকম কারো হচিল !!
================================================================================
চল এবার ভবপারে................
নিজে কানা পথ চেনে না.. পরকে ডাকেঁ বারে বারে...