Re: আমি এই ফোরামে নয়া আসছি
আহমাদ মুজতবার ইমোশনগুলো বড়ই সন্দেহজনক। :-?
যাইহোক শিমু, আপনাকে প্রজন্মে www.wel.com
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » আমি এই ফোরামে নয়া আসছি
আহমাদ মুজতবার ইমোশনগুলো বড়ই সন্দেহজনক। :-?
যাইহোক শিমু, আপনাকে প্রজন্মে www.wel.com
যা ইচ্ছা হয় তাই করেন আমার কোন আপত্তি নাই...(পুংটা ভাইয়ের ডায়লগ)
shimu লিখেছেন:আমি শিমু, কখনো লিখার চেসটা করি নাই, ভাবছি লিখব
স্বাগতম, তবে এই আসরে প্রথম যারা আসে - সবাই "আ-কার" "ই-কার" এগুলো এলোমলো করে ফেলে -আপনি সে ক্ষেত্রে ব্যাতিক্রম। মনে হচ্ছে নতুন নামে হলেও এই ফোরামে লেখার অভ্যাস আপনার আছে।
আপনার ধারনাটা একেবারে ভুল, আমি এই ফোরামে কেন কোন ফোরামেই এর আগে লিখি নাই, তবে যখন লিখছিলাম তখন বেশ খানিকটা সময় নিয়ে লিখেছি, হয়ত এই কারনেই আমার ভুলের মাত্রাটা একটু কম ছিল।
আমি দেখছি আমাকে নিয়ে বেশ বিভ্রানতি দেখা দিচছে, অনেকে বলছে ভাই আবার অনেকে বলছে আপু আবার অনেকে দেখি মজা করে বলছে ভাপু মন্দ না। তাই আপনাদের সবাইকে বলছি আমাকে যদি আপু বা ভাইয়া কিছু বলতেই হয়, তাহলে আমাকে আপুই বলবেন, চাইলে আমাকে শুধু শিমু বলতে পারেন।
আমার সম্পরকে আরো কিছু বলতে চাই, এই গত বছরই আমি পড়াশুনার পাট শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখন আপাতত বেকার, না পুরোপুরি বেকার না কাজের সন্ধান করছি। আমার ভালো লাগে বই পড়তে, আর গান শুনতে অসম্ভব ভালো লাগে আমার। আর প্রজন্মের সব বন্ধুরা আমাকে যেভাবে স্বাগতম যানাচ্ছে তাতে করে সবাইকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। সবাইকে শুভেছা
আমি দেখছি আমাকে নিয়ে বেশ বিভ্রানতি দেখা দিচছে, অনেকে বলছে ভাই আবার অনেকে বলছে আপু আবার অনেকে দেখি মজা করে বলছে ভাপু
মন্দ না। তাই আপনাদের সবাইকে বলছি আমাকে যদি আপু বা ভাইয়া কিছু বলতেই হয়, তাহলে আমাকে আপুই বলবেন, চাইলে আমাকে শুধু শিমু বলতে পারেন।
আমার সম্পরকে আরো কিছু বলতে চাই, এই গত বছরই আমি পড়াশুনার পাট শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখন আপাতত বেকার, না পুরোপুরি বেকার না কাজের সন্ধান করছি। আমার ভালো লাগে বই পড়তে, আর গান শুনতে অসম্ভব ভালো লাগে আমার। আর প্রজন্মের সব বন্ধুরা আমাকে যেভাবে স্বাগতম যানাচ্ছে তাতে করে সবাইকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। সবাইকে শুভেছা
যাক আরেক খান আপু পাইলাম আফা/আপি/আপু কোনটা ডাকলে ভালো হবে @ শিমু
ঢাকা ইউনিভার্সিটির কোন সাবজেক্ট থেকে পড়াশোনা শেষ করলেন?? আর আমি অনেক পিচ্চি আপনার থেকে তাই মজা করলাম দেখে রাগ করবেন না
ফোরামে আপনাকে স্বাগতম,
ঢাকা ইউনিভার্সিটির কোন সাবজেক্ট থেকে পড়াশোনা শেষ করেছেন বললেন না কিন্তু।
আইসা যখন পরছেন তখন আর কি করবেন!!!! স্বাগতম আপনাকে.............এখন মনের সুখে কি-বোর্ডে আঙ্গুল চলান.
ফোরামে আপনাকে স্বাগতম,
ঢাকা ইউনিভার্সিটির কোন সাবজেক্ট থেকে পড়াশোনা শেষ করেছেন বললেন না কিন্তু।
ও হ্যা বলা হয় নাই তো, তাতে কি এখন বলছি আমি লোক প্রশাসন বিভাগ থেকে পড়াশুনা শেষ করেছি।
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » আমি এই ফোরামে নয়া আসছি
০.০৬০০৫০০১০৬৮১১৫২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৪৯৮৭৫৪৩৩১৬৩৪ টি কোয়েরী চলেছে