সর্বশেষ সম্পাদনা করেছেন JOKER (০২-১১-২০১৯ ১৬:৪২)

টপিকঃ সিডবক্স সম্পর্কে জানতে চাই।

আমি একটি টরেন্ট সাইটের সদস্য। নিয়ম অনুযায়ি সেখানে সিড করতে হয়।
আমার শেয়ারড আইপি, খুব কম সিড করতে পারি। সারাদিন রাত পিসি চালিয়ে রাখলেও সিড হয় না।
সেখানে এক সদস্য প্রায় ২/৩ টেরা সিড করেছে এবং সিড বোনাস পয়েন্ট অনেক বেশী।
আমি জানতে চাইলে বলে যে সিডবক্স ইউজ করে সে এমন করেছে।
নেটে/ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে হালকা বুঝলেও কিভাবে তা করব বুঝতেছিনা্‌ এবং কেমন খরচ হবে বা সময় লাগবে তাও জানিনা।
প্লিজ কেউ এই বিষইয়ে জানলে আমাকে হেল্প করুন।
অগ্রীম ধন্যবাদ