টপিকঃ নিঃস্বর্গ

কোন্‌ গোধূলীর মধুর আলোয় শুদ্ধ এমন মায়া!
কোন্‌ সে ঊষার আবীর লুকোয় সূর্যালোকের ছায়া!
আপন গুণে মুগ্ধ হেসে,
নিজ নিয়মে আঁধার আসে,
কিভাবে তার ভেতর ফোটে শ্যামল রুপের কায়া!
মাটির বুকে যেমন ওঠে জোনাক-তারার ছায়া!

কোন্‌ সে পাখির সন্ধ্যা নীড়ে চাঁদের যাওয়া আসা!
ফ্যাকাশে নীল ছোট্ট ঘরে জোছনা রুপে মেশা!
লৌকিকতার পরতখানি,
মর্ম-ভেদী দৈববাণী,
কোন্‌ কিরণের শক্তিতে পায় ছিঁড়ে ফেলার নেশা!
কোন্‌ কুয়াশার চাদর ভাঙ্গে স্বর্ণ-রঙ্গা ঊষা!

কোন্‌ জীর্ণ, নিঃস্ব আবেগ স্বর্গ সুখের থেকে,
প্রান ঢেলে দেয় কোন্‌ মমতায় শুকনো মাটির বুকে!
তীব্র কোনো আলোয় উঠে,
ভালোবাসা বেড়ায় ছুটে,
একটু পরশ পাওয়ার আসায় হাত বাড়িয়ে থাকা,
একটু নাহয় হোক তেমন-ই রুপের আলোয় দেখা।

স্নিগ্ধ মধুর এমন আলোক জ্বলুক সবার প্রাণে।
ছড়িয়ে পড়ুক অনন্তলোক আকাশ-সীমার টানে।
শুভ্রতাময় পরিত্রাতা,
হৃদয় রুপী মন-বিধাতা,
পবিত্রতার ছোঁয়ায় খুঁজে নিক জীবনের মানে।
ক্ষুদ্র হলেও উঠুক সেজে বিশুদ্ধ নির্বাণে।


(সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...)

Re: নিঃস্বর্গ

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া.......। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা..

ভালোবাসা উষ্ণতা জাগায় বটে......
তবে এ কাজটি দ্রুততার সাথে করে ভদকা.......

Re: নিঃস্বর্গ

দারুন হইছে

তোমাকেও শুভেচ্ছা

Re: নিঃস্বর্গ

বাহ !  স্বর ৃত্ত ছন্দে লেখা চমৎকার একটা কবিতা; ছন্দে কোন ভুলও চোখে পড়ছে না। কবিতার শিরোনামটা কি "নিসর্গ" হবে না?

ঘুম আসে না
আমি নক্ষত্রে বন্দী
অজরখেচর।।

Re: নিঃস্বর্গ

Re: নিঃস্বর্গ

কবিতাটি নি:সন্দেহে ভালো হয়েছে hug তবে, আমিও অজরদার মত বলবো - 'নি:স্বর্গ' শব্দটা অভিধানে নেই মনে হচ্ছে thinking

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নিঃস্বর্গ

কবিতা ভাল হয়েছে।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: নিঃস্বর্গ

Re: নিঃস্বর্গ

@যাপিত সময়, আচ্ছা ঠিক আছে - বুঝতে পেরেছি smile। এই আসা হয় নি; একটু বাইরে যেতে হয়েছিলো..।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: নিঃস্বর্গ

লেখাটা অসাধারণ ছিল ।
নতুন কাবিতা কবে পাবো ?