Re: IDM এর বিকল্প হিসেবে ফ্রী EagleGet ব্যবহার করতে পারেন
arnob216 লিখেছেন:ডাউনলোড প্রিভেনশন এবং ফোর্স বাটন দরকার আইডিএম এর মত।
আছে তোঃ
আরো হেল্পের জন্য।
ধন্যবাদ ভাই ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » IDM এর বিকল্প হিসেবে ফ্রী EagleGet ব্যবহার করতে পারেন
arnob216 লিখেছেন:ডাউনলোড প্রিভেনশন এবং ফোর্স বাটন দরকার আইডিএম এর মত।
আছে তোঃ
আরো হেল্পের জন্য।
ধন্যবাদ ভাই ।
সবাই EagleGet ব্যাবহার শুরু করে দিছেন নাকি?
বোরহান ভাই তো পুরা ফাটায়া দিছেন দেখা যাচ্ছে! ফেসবুকে দেখলাম বিভিন্ন সাইট থেকে নামে বেনামে এই পোস্ট/জিনিস শেয়ার হচ্ছে!
ইউজ শুরু করলাম এবং আপাতত ভালই লাগছে, আইডিএম আনইনষ্টলড রাইট নাও
জোস জিনিস ! ধন্যবাদ বোরহান ভাই
থ্যাংকস
।
ডাউনলোড ফ্রিক হওয়ার কারনে টরেন্ট থেকেই নামাই সবকিছু । তবে ইদানিং গান , সফট নামানোর জন্য আন্ডার ডিম টা ব্যাবহার করতে হচ্ছিলো । নিজেরে প্রগোঐতিহাসিক এর মানব লাগছিলো । আন্ডা ডিলেট কৈরা এইটা আফনের দেওয়া সফটাই ইনস্টলাইলাম
।
রেফুটেশন ওরফে ধইন্যাপাতা ইচুবগুলির সাথে মিক্স শরবত পাওনা রইলো ।
ইনস্টল করে রাখলাম। সফটওয়্যারের লুকিংটা পরিচ্ছন্ন ও ছিমছাম- ভালো লেগেছে।
IDM এ যারা ডাউনলোড কিউ তৈরি করার সময় "Download Later" ফাংশনটি ব্যবহার করেন তাদের জন্যঃ-
ফাইল ডাউনলোড উইন্ডোতে "Start with Manually" সিলেক্ট করে Download বাটনে ক্লিক করুন।
তোমার পোষ্টের প্রথমদিনই ইনষ্টল করেছি। কিন্ত কি কারণে যেন আমি এটাতে ডাউনলোড স্পীড কম পাই।
তোমার পোষ্টের প্রথমদিনই ইনষ্টল করেছি। কিন্ত কি কারণে যেন আমি এটাতে ডাউনলোড স্পীড কম পাই।
আমি অবশ্য IDM এর সমানই পাই
256Kbps এর স্পীড-
আমি অবশ্য IDM এর সমানই পাই
256Kbps এর স্পীড-
কি কানেকশন? ব্রডব্যান্ড / থ্রিজি/ ফোরজি হলে খুব একটা কম বেশি হওয়ার কথা না।
এজ / জিপিআরএস হলে ফ্ল্যাকচুয়েশন করে বেশি।
বেশ কয় মাস ধরেই ঈগলগেট নিয়মিত ইউজ করছি। আর IDM কে ঝাড়ু মেরে পিসি থেকে তাড়িয়ে দিয়েছি।
আর বর্তমান লুকটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে।
বেশ কয় মাস ধরেই ঈগলগেট নিয়মিত ইউজ করছি। আর IDM কে ঝাড়ু মেরে পিসি থেকে তাড়িয়ে দিয়েছি।
আমি আইডিএম এর ভেজাল বাদ দিয়েছি প্রায় ১ বছর হবে। ঈগল গেটেই আমার সব কাজ চলে যায়।
ঈগল গেটেই আমার সব কাজ চলে যায়।
আমি আইডিএম ও ঈগল গেট দুটাই ইন্সটল দিয়ে রেখেছি। যখন যেটা কাজে লাগে আর কি
ইগলগেট চালিয়েছিলাম বেশ কমাস। ভালৈ। আজকে পোস্ট দেখে আবার নামালাম। So far so good.
Free download manager ব্যবহার করছি। Eagleget এ FTP থেকে ডাউনলোড এর উপায় নাই
আমি আইডিএম ও ঈগল গেট দুটাই ইন্সটল দিয়ে রেখেছি। যখন যেটা কাজে লাগে আর কি
পিসিতে ঈগলগেট থাকলে আইডিএম এর কোন প্রয়োজন আছে কি ? আইডিএম এর এমন কোন কাজ আছে যা ঈগলগেট দিয়ে হয়না ! অপ্রয়োজনীয়ভাবে পিসিতে বাড়তি সফট দেয়ার পক্ষপাতি আমি নই।
সুন্দর তো । ব্যবহার করবো বেশ কয়দিন ধরে IDM সমস্যা করছেে ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » IDM এর বিকল্প হিসেবে ফ্রী EagleGet ব্যবহার করতে পারেন
০.০৮৯৮২১৮১৫৪৯০৭২৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৫৫৬৩৩৩২৫৯০১২ টি কোয়েরী চলেছে