টপিকঃ ভিপিএস কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন যোগ
ভিপিএস কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন যোগ করতে চাইছি, কিন্তু পারছি না।
কেউ কি এই ব্যাপারে সাহায্য করতে পারবেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » ভিপিএস কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন যোগ
ভিপিএস কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন যোগ করতে চাইছি, কিন্তু পারছি না।
কেউ কি এই ব্যাপারে সাহায্য করতে পারবেন।
আপনার সমস্যাটি বুঝতে পারলাম না। আপনি কি LAMP ইন্সটল দিয়েছেন?
সমস্যা বুঝি নাই। আপনি কি শেয়ার্ড হোস্টিংয়ের মত এডঅন ডোমেইন টাইপ কোন অপশন খুজতেছেন?
সমস্যা বুঝিনাই ভাল করে বিস্তারিত লিখুন
সমস্যা বুঝি নাই। আপনি কি শেয়ার্ড হোস্টিংয়ের মত এডঅন ডোমেইন টাইপ কোন অপশন খুজতেছেন?
আমি সেরকমই চাইছি, http://www.webmin.com/docs.html
এটা দিয়ে ট্রাই করেছি, কিন্তু কনফিগার করতে পারছি না।
ওটা SolusVM এ পাবেন না। ওটা শুধু ভিপিএসের কন্ট্রোলপ্যানেল। (কিছু প্রোভাইডার অবশ্য DNS হোস্টিং দেয় SolusVM এর ভিতর থেকে, তবে ওটা ওই জিনিস না)
আপ কোন কন্ট্রোলপ্যানেল ইন্সটল করে ফেলুন। ওয়েবমিন খুবইই জনপ্রিয়, ট্রাই করে দেখতে পারেন।
এছাড়াও আছে ISPConfig, Ajentii, ZPanel সহ আরও অনেক কিছুই!
আর পকেটে পর্যাপ্ত পয়সা থাকলে cPanel রিকমেন্ডেড।
একটা ডোমেইন হোস্ট করতে চাইলে webuzo ইন্সটল করে নিতে পারেন। অন্যান্য ফ্রি প্যানেলের চেয়ে একদম সহজ এই প্যানেল।
ডেমো দেখুন http://demo.webuzo.com/enduser/
ওটা SolusVM এ পাবেন না। ওটা শুধু ভিপিএসের কন্ট্রোলপ্যানেল। (কিছু প্রোভাইডার অবশ্য DNS হোস্টিং দেয় SolusVM এর ভিতর থেকে, তবে ওটা ওই জিনিস না)
আপ কোন কন্ট্রোলপ্যানেল ইন্সটল করে ফেলুন। ওয়েবমিন খুবইই জনপ্রিয়, ট্রাই করে দেখতে পারেন।
এছাড়াও আছে ISPConfig, Ajentii, ZPanel সহ আরও অনেক কিছুই!আর পকেটে পর্যাপ্ত পয়সা থাকলে cPanel রিকমেন্ডেড।
ইনস্টল করার পর ব্যবহার করতে পারছি না।
ইনস্টল করার পর ব্যবহার করতে পারছি না।
কি সমস্যা?
ISPConfig জটিল একটা জিনিস , এটা ইনস্টল দিতে সমস্যায় পড়লে যোগাযোগ কইরেন
ISPConfig জটিল একটা জিনিস , এটা ইনস্টল দিতে সমস্যায় পড়লে যোগাযোগ কইরেন
ইনস্টল করলাম, এটাও কাজ হয় না। সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছি না।
শিমুল লিখেছেন:ISPConfig জটিল একটা জিনিস , এটা ইনস্টল দিতে সমস্যায় পড়লে যোগাযোগ কইরেন
ইনস্টল করলাম, এটাও কাজ হয় না। সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছি না।
আপনার কী কাজ হয় না? কী খুজেন আর কাজ হয় না?
আপনার কী কাজ হয় না? কী খুজেন আর কাজ হয় না?
সহমত
ইনস্টল করলাম, এটাও কাজ হয় না। সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছি না।
কি সমস্যা ??? কোন ইরর মেসেজ?? নাকি ইন্সটলই করতে পারেন নাই? বিস্তারিত না বললে কেউ হেল্প করবে না।
@বাবর,সালেহ ভাই , আমার ভিপিএস এ ISPConfig দিয়ে ডোমেইন তৈরী করার পরও , SolusVM এর DNS থেকেও ডোমেইনটা এন্ট্রি করতে হয় কেন ?
shaif_uddin লিখেছেন:ইনস্টল করলাম, এটাও কাজ হয় না। সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছি না।
কি সমস্যা ??? কোন ইরর মেসেজ?? নাকি ইন্সটলই করতে পারেন নাই? বিস্তারিত না বললে কেউ হেল্প করবে না।
এই সমস্যা পাচ্ছি
http://directhost.org:8080/
Internal Server Error
@বাবর,সালেহ ভাই , আমার ভিপিএস এ ISPConfig দিয়ে ডোমেইন তৈরী করার পরও , SolusVM এর DNS থেকেও ডোমেইনটা এন্ট্রি করতে হয় কেন ?
কারণ আপনি নেম সার্ভার ইন্সটল করেননি সম্ভবত এবং সম্ভবত আপনি আপনার ভিপিএস প্রোভাইডারের ডিএনএস হোস্টিং ইউজ করতেছেন।
রাব্বি হোসেন লিখেছেন:কি সমস্যা ??? কোন ইরর মেসেজ?? নাকি ইন্সটলই করতে পারেন নাই? বিস্তারিত না বললে কেউ হেল্প করবে না।
এই সমস্যা পাচ্ছি
http://directhost.org:8080/Internal Server Error
500 অনেক কারণেই হতে পারে। আপনি কিভাবে কি করছেন, না জেনে কিছুই বলা সম্ভব না।
বেটার আপনি লগ ঘেটে দেখুন কোন ট্রেস পান কিনা!
ইমেজ তো দেখা যাচ্ছে না ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » ভিপিএস কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন যোগ
০.০৭৪০০৭০৩৪৩০১৭৫৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৯৪৭০৯১৬৭২৮৯৫ টি কোয়েরী চলেছে