যে কোন ও ধরনের নেশাই আসক্তি ছাড়ানোর একমাত্র উপায় হচ্ছে " স্বদিচ্ছা " । নিজে উদ্যেগি না হলে এক্ষেত্রে উপরওয়ালা লোক পাঠিয়ে ও আপনাকে ছাড়ানো যাবে না তবে মাত্র চারমাসেই আপনি নিজেকে যেই লেভেলের এডিক্যাটক্ট বলছেন আমার সন্দেহ হচ্ছে কি লেভেলের খাওয়া আপ্নি খেয়েছেন
।
নিজের প্রসংগে বলি আমি নিজেই মারজুয়ানা এডিটেক্ট তবে আমি নিজেকে এডিটেক্ট বলব না কারন আমি আমার ইচ্ছাটাকে এমন লেভেলে নিয়ে গেছি যে খেতে ইচ্ছে হলে খাবো না হলে না । আমার সাথে ৩০ বছর ২৫ বছরের মারজুয়ানা খাওয়ার লোক আছে যাদের আমি এমন দেখি নাই যে খেতেই হবে তারা সপ্তাহে একটা বা দুইটা সিগার খাবে ব্যাস । আমাদের খাওয়ার লেভেল এতই অল্প যে সেই আগের ক্লাসিক লেভেল ই আছি এবং ইচ্ছা করেই কারন একবার কোন ও নেশা পেয়ে বসলে ছাড়ানো মুশকিল । আপ্নি ঠুস করেই ছাড়তে পারবেন না একটা টেকনিক শুরু করে দেন যেমন দুইদিনে ৩/৪ টা টান খাইলেন রাতে ঘুমানোর আগে তারপর এই প্রসেসটা আরেকটূ দীর্ঘ করে ফেলেন সপ্তাহে একদিন আস্তে আস্তে কেটে যাবে আর হ্যা স্মোকিং লেভেল পারলে নাই করে ফেলেন এক্ষেত্রে ব্র্যান্ড চেঞ্জ করে ফেলতে পারেন যেমন লো কিছু যেগুলো দুই একটা টান দিলেই আর খেতে ইচ্ছা করবে না এরকম । সারাদিনে সিগারেট না খেয়ে আস্তে আস্তে ৩/৪ দিন পরে রাতে একটা বা চারটা মারজুয়ানা টান দিয়ে শুয়ে থাকুন । কাচের টিউব বাদ দিয়ে মিক্সার খান পারলে আস্তে আস্তে মিস্কার বাড়ায়ে দেন এতে আসক্তি থাকলে ও নেশাটা কম হবে , এভাবে করতে পারলে কমে যাবে । আমার এক বড় ভাই ড্রাগ এডিক্ট এবং উনি নামকরা রিহ্যাব এ থেকে ও আজ এত বৎসর পর ও নেশাটা ছাড়তে পারছে না কিন্তু উনি সেই হিরোইন লেভেল বাদ দিয়ে আজ সপ্তাহে মারজুয়ানাতে চলে এসেছেন আমি অবশ্য এটাকে পজিটিভ ই বলবো । আরো ফ্যাঙ্কলি কিছু ডিসকাস করার জন্য এববিতে নক দিতে পারনে । থ্যাঙ্কস এন্ড উইশ ইউ গুড লাক 
নিবন্ধিতঃ১১/০৩/২০০৯ ,নিয়মিতঃ১০/০৩/২০১১, প্রজন্মনুরাগীঃ১৯/০৫/২০১১ ,প্রজন্মাসক্তঃ২৬/০৯/২০১১,
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও