Re: লারাভেল ডকুমেন্টেশন বাংলায় করার প্রয়োজন
আমি আসলে এর কোন উপযোগিতা দেখি না। ইংলিশ ডকুমেন্টেশন যথেষ্ট সহজবোধ্য এবং যতদুর জানি প্রোগ্রামাররা বাংলায় কোড করে না। এত সহজ ইংরেজি পড়ে বোঝার মত যোগ্যতা না থাকলে তো তার এদিকে আসাই উচিত না।
স্বেচ্ছাশ্রমে এতদিন ধরে এ কাজ করে কি লাভ হবে? ডকুমেন্টেশন প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাছাড়া এগুলো এমন কিছু না যা একবার করলে সারাজীবন সবার কাজে লাগবে। যেমনটা লাগে উইকিপিডিয়া।
আমি ভুল হতে পারি। আশা করি কেউ সেটা মনে করলে ভুল ধরিয়ে দেবেন।