Re: ফ্ল্যাশ ব্যাকঃ প্রজন্ম ফোরাম
এক বছর ফোরামে ভূতের মত আছর করে থাকার জন্য অভিনন্দন !
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » ফ্ল্যাশ ব্যাকঃ প্রজন্ম ফোরাম
এক বছর ফোরামে ভূতের মত আছর করে থাকার জন্য অভিনন্দন !
এত বড় লেখা! পড়ব কিভাবে?!
এরপরে আরো একটা ওয়ানিং পাইছি কিন্তু আমারে কেউ মাইনাস দিল না
এই একটা আফসুস রইয়া গেল! কত চেষ্টা করলাম কেউ একটা মাইনাস দিক!
দিল না!
ব্যর্থ চেষ্টা ছিল!
আহারে জল ভাই, মাইনাস দিব?
yo আমি হারাইলাম কই?
yo yo!!! আমেরিখা বসে yo yo খেলো! শরম লাগে না এত বড় হইছ!
( মজা করলাম, মাইন্ড কইর না
)
দেখি নাই তো এই ক'দিন! আজ তো দেখি ধুমায় কমেন্ট করছ
এত বড় লেখা! পড়ব কিভাবে?!
আহারে জল ভাই, মাইনাস দিব?
এহ! ঢঙ্গ!!!
পইড়া-টইড়া কয় কেমনে পড়ব!
সাহস থাকলে দিয়া দেখাও, মাইনাস!
দেও দেও!
এক বছর ফোরামে ভূতের মত আছর করে থাকার জন্য অভিনন্দন !
মুহুহাহহাহাহাহহাহাহ!!
thanku!
প্রজন্ম ফোরামে বর্ষপূর্তির অভিনন্দন রইল।
আর ছায়ামানব, আবদুল্লাহ আল রিফাত
থাঙ্কু ভাইয়ারা
আপনি বরাবরই অনেক সুন্দর লেখেন। এই লেখাটাও খুবই সুন্দর লিখেছেন। কারো কারো লেখা দুই এক লাইন পড়ার পর দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। আপনারটাতে সে রকম হয় না। একটা আকর্ষন বিদ্যমান থাকে পরবর্তিতে কি লিখেছেন তার জন্য। অভিনন্দন রইলো আপনাকে।
আপনি বরাবরই অনেক সুন্দর লেখেন। এই লেখাটাও খুবই সুন্দর লিখেছেন। কারো কারো লেখা দুই এক লাইন পড়ার পর দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। আপনারটাতে সে রকম হয় না। একটা আকর্ষন বিদ্যমান থাকে পরবর্তিতে কি লিখেছেন তার জন্য। অভিনন্দন রইলো আপনাকে।
পল্লু ভাইয়াআআআআআআ
থ্যাঙ্কু!
আমার কাছে লেখাটা অবশ্য তেমন ভালো লাগে নাই। খাওয়াদাওয়া ছাড়া কি আর লেখার গুণগান গাওয়া যায়!
আমার কাছে লেখাটা অবশ্য তেমন ভালো লাগে নাই। খাওয়াদাওয়া ছাড়া কি আর লেখার গুণগান গাওয়া যায়!
সব ফ্লেভারই তো দিয়া দিলাম
রান্নাঘরের রাস্তাও দেখায় দিলাম এখন টেবিল থেকে টুপ করে খাবার নিয়ে মুখে পুরে ফেলেন!
কমপ্লেইন করার কোন চান্সই রাখি নাই
বিশাল লেখা তাও পড়লাম। কাজ কাম নাই দেখে পড়তে পারলাম।
অভিনন্দন আপনাকে।
অতিরিক্ত ইমো দেওয়া ছাড়া আপনার লেখায় আর কোন খুত দেখতে পাই না।
ভাল লাগলো। আপনাকে অভিন্দন। এ ধরনের একটি লেখা আমি প্রজন্মে গত তিন মাস থেকে লিখতেই আছি।
এতো বড় পোষ্ট
ভালো হয়েছে দিদি
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » ফ্ল্যাশ ব্যাকঃ প্রজন্ম ফোরাম
০.০৬৬৬৪৬৮১৪৩৪৬৩১৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৪৫৫৩৭১০৪৫৬৯৩ টি কোয়েরী চলেছে