টপিকঃ রুবাইয়াৎ
১.
সুরা সাকীর বদৌলতে সবাই চেনে খৈয়ামে-
প্রেমের কবির অন্য যা গুণ, বন্দি থাকুক বৈয়ামে
পারতে যদি প্রেমিক হতে, বুঝতে যদি সুরার গুণ-
জগতটা কি ভাগাড় হ’ত! চলত কি এই খুনাখুন ?
২.
ঝিলের ধারে জমিন জুড়ে বাণ ডেকেছে শুভ্র কাশ;
কাশের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নীল আকাশ।
প্রিয়ার সনে কাশের বনে সঙ্গোপণে ঘুরতে যাই-
চোখের ’পরে চাইলে পরে ‘নিলাজ’ বলে খেতাব পাই।
৩.
খোপার চুলে গোলাপ পেলে প্রিয়ার হাসি মিষ্টি হয়।
গোলাপ কলির আলিঙ্গণে ভালোবাসার বৃষ্টি হয়।
আমার প্রিয়ার দীঘল চুলে গোলাপ ফুলের গন্ধ পাই-
চুলের ঘ্রাণে আমার মনে গোলাপ বাগান সৃষ্টি হয়।
৪.
মনের টানে মন না পেলে, প্রেমিক প্রাণে দীর্ঘশ্বাস-
প্রেম বিরহে নাস্তানাবুদ, হৃদয় ভেঙ্গে সর্বনাশ।
আমার হৃদয় ছন্দ মুখর, সৃষ্টি সুখের আনন্দে;
পাহাড় বন আর সমুদ্দুরের স্পর্শ পেলেই স্বর্গবাস।
৫.
ভোগ বিলাসে মত্ত হয়ে রইলে পড়ে জনমভর;
সোনা দানা অর্থ কড়ি করলে বোঝাই আপনঘর।
বাঁচবে কি গো অনন্ত কাল, কী লাভ এত সম্পদে?
নেবেই নেবে প্রাণটি কেড়ে মরণ নামের গুপ্তচর।
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন