টপিকঃ চর্যাপদের বয়স কত?
আমরা জানি ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে ১৪০০(খ্রিস্টীয় সপ্তম শতাব্দি থেকে) বছর আর ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে ১১০০(খ্রিস্টীয় দশম শতাব্দি থেকে) বছর। পরবর্তীকালে কি এমন কোন গবেষণা হয়েছে যেটা থেকে আমরা একটি নির্দিষ্ট সময়কে চর্যাপদের রচনাকাল হিসেবে ধরতে পারি।
সূত্রঃ বাংলা ভাষার বয়স কত ?