Gypsy Saleh লিখেছেন:এখানে নিয়াজ তাই করেছে (অতীতে টুটুলের কোন কথায় নিয়াজ আঘাত পেয়েছিলেন, এখন শোধ নিলেন,এটাও ঠিক না)
আপনার উপরোক্ত কথার আলোকে, শুধু আপনার উদ্দেশেই বলছি, ৩১-০১-২০০৭ থেকে ২০১৯ = ১২ বছর , এত সময়ের মধ্যে অবশ্যই কারো না কারো সাথে কোন পোস্টে মত দিমত নিয়ে কোথা বার্তা হতেই পারে! তবে আমি নিশিত তার সাথে এমন কিছু হয়নি যার ফলে সে আমার উপর এই সময়ে প্রতিশোধ নিতে হবে?, কিন্তু কারো সন্তান মানা গেছে শুনে কোন মানুস কি ভবে বলে - "এটা আপনার প্রাপ্য , আপনি কার মনে কষ্ট দিয়েছেন এটা তার পুরস্কার - আমার কয়েকটি পোস্টেই একি ধরনের কথা" - কেউকে কেউ তার লিখনিতে কষ্ট দিলে তার সন্তান মারা জায়?? এই ধরনের কথা ও আচরনে আমি ত খুবি কষ্ট পেয়েছি !!
আমার উপরোক্ত কথায় আমি কি অন্যায় কথা বলেছি, তা কিন্তু কেউ বলল না, আমি সবার কাছে চ্যালেঞ্জ জানিয়ে বলছি - উপরোক্ত কথা আমার মনের কথা এবং এটা আমি বাংলাদেশের যে কোন স্থানে দাড়িয়ে বলতে পারব
আমার নিস্পাপ সন্তান সড়কে খুন হয় ১১ই ফেব্রুয়ারি , আজ ঘাতকদের ধরা হয়নি, কোন মিডিয়া কাভারেজ নেই, কোন জাস্তিস নেই, কিন্তু এবার তুলুনা করুন আরেক সন্তান তুল্য আব্রারের সাথে, সে খুন হবার সাথে সাথে - গাড়ির মালিক - ড্রাইভার, হেল্পার, মেইল, সুপার ভাইজার, গ্রেফতার হল, গাড়ির রোড পারমিট বাতিল হল, কোর্টে ১০ লাখ নগত আর ৩ কোটি টাকা রুল জারি, আব্রারের নামে ফুট ওভার ব্রিজ, আর আমার সন্তান আদনান তার জন্য কি হল? আমার সন্তান খুন করে ঘাতক গারি ফেলে পালায়, পরে বাসের মালিক এসে গাড়িটি থানা থেকে নিয়ে যায় , কেউ কে গ্রেফতার করা হয়নি,
এবার আপনার বিবেককে প্রশ্নও করুন আমি কন কথাটা ভুল বলেছি?
যার কারনে আমাকে অপমানিত হতে হল, মাইনাস পেতে হল, কিন্তু কেন?
যেমন আমি জানিনা আমার নিস্পাপ সন্তান আদনান তাসিনের বিচার আমি কার কাছে চাইব , তেমনি আমি বলতে পারবনা আমি কেন অপমানিও হলাম, আমি কেন মাইনাস পেলাম= আমি কার কাছে বিচার চাইব?????
Gypsy Saleh লিখেছেন: আজকাল কোন ব্লগ বা ফোরামেই মডারেশনের দেখা পওয়া যায় না।
বিনা কারনে মাইনাস , বেক্তগত আক্রমন, সন্তানের ম্রিত্তু নিয়ে তামাসা ,
আমি ১২ বছর এই ফোরামে = আমি ২০১৭ থেকে GBS Viruse আক্রান্ত , ২০১৯ সালে সন্তান হারালাম, ফোরামে প্রায় ১৭৬৪৩ সদস্য , কেউ কি ফোরামের একজন সদস্যর সন্তান সড়কে খুন হল তাতে সহানুভুতি জানিয়ে কোন পোস্ট দিয়েছে?
বিবাকবান্দের কাছে আমার প্রশ্নও
১। আপনার কাছে কে এই পোস্টটি আজাইরা ফালতু টপিক পোস্ট মনে হয়েছে?
২। আমাকে কি পাগল মনে হয়?
৩। আমাকে কি সাইক্রিয়াটিক ডাক্তার দেখানো একান্ত জরুরী।
৪। সন্তান হত্যার বিচার দাবি বা আর্তনাদ কি বাজে পোস্ট বা অস্বাভাবিক মানসিক অসুস্থতার পরিচয়।
আমি ডাকসু , প্রেস ক্লাব, বিভিন্ন পত্রিকাল এইসব লিখছি বলছি , বলে যাবোই - আমার সন্তান হত্যার বিচার চাই
https://www.banglanews24.com/opinion/ne … 00.details
"We want Justice for Adnan Tasin"