টপিকঃ মিথ্যে আজরাইল
তখন আমি ক্লাস ফাইভ এ পড়ি।স্পস্ট মনে আছে।কারণ ঘটনাটা ঘটেছিলো টেস্ট পরীক্ষা দিয়ে আসার দিনই ।তখন ২০০৮ সাল হবে।সৌদীর একটা নাটক বের হয়েছিলো,কবরের আজাব নামক
।মনে নেই তেমন,তবে মূল চরিত্রে যে ছিলো তার নাম ছিলো হাসান।তো আমরা (আমি,আমার খালাত ভাই ও পিচ্চি বোন) সেটা দেখে পুরো হুজুর হয়ে যাই
।পাঁচ ওয়াক্ত না হলেও চার ওয়াক্ত হতোই।
ত আমার ছোট বোন,(এখন সে ক্লাস এইট এ পড়ে) সে খুব সাজুগুজু পাগলী ছিলো ।ভর দুপুরে ভাইয়া টিভি দেখছিলো,মা ঘুৃম
আর সে আয়নার সামনে সাজুগুজু করে নাচতেছিলো
।আমি আজাইরা ঘুরছিলাম।ত হঠাৎ ওই নাটকটার কথা মনে পড়ল।সেখানে আজরাইল আসে বিশাল এক ছুরি হাতে।আমিও তখন মনে মনে ফন্দী আটলাম,ওরে শায়েস্তা করব।
আর তখন মা বোরখা পড়ত।পুরা কালো কুচকুচে সৌদী বোরখা।
আমি ওরে আগে দেখলাম।হুম নাচতেছে মনের আনন্দে
আমিও হাসতে হাসতে
চুপে চুপে বোরখা নিয়ে গেলাম পাশের রুমে।আর রান্নাঘর থেকে বটি
।এর পর বোরখা পড়ে,মাথায় বিশাল কাপড় দিয়ে, বটি হাতে আমি ধীরে ধীরে রুমের দরজায় দাড়ালাম
।বোনটি তখনও নাচছে আর একা একাই অভিনয় করছে আয়নার সামনে।আমি ত মনে মনে হাসছি
ও যে কি করবে এটা ভেবে।এরপর কন্ঠ ভারী করে বললাম-
মিদুউউউউ
হাতে বিশাল বটি,আর কালো বোরখা ও মাথায় মুখ ঢাকা কালো কাপড় পড়ে আমি যেই "মিদুুউউউউ" বলে ডেকেছি,ওমনি ও তাকিেয় দেখে চিৎকার।
আজরাইললললল
বলেই পাশে শোয়া মাকে জাপটে ধরে বলে,
প্লিজ, আমকে মেরো না, প্লিজ
আর শুরু হলো মরাকান্না।মা ও উঠে ভড়কে গেলো আমাকে দেখে। ভাইও টিভির রুম থেকে এসে আমাকে দেখে আরেক চিৎকার।
আর আমি হাসছি
এর পর মা এসে আমার সাথে যা করল...........
থাক,নাই বা শুনলেন সেই কথা