সাইফ দি বস ৭ লিখেছেন:রিয়েল ওয়ার্ল্ড পার্ফরমেন্স কি আসলেই তাই বলে?
রিয়েল ওয়ার্ল্ডে কি শুধু সিপিইউ ই পারফরমেন্স ডিসাইডিং ফ্যাক্টর ?
Intel এর সিপিউ ২০১০-১১ এর পর থেকে আহামরি কোন বিশাল ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে বলে কখনো মনে পড়ে নাই। বছর বছর ডাইয়ের সাইজ কমিয়েছে, পাওয়ার এফিশিয়েন্ট করেছে মনে হয়েছে। এইটা ভাল দিক অবশ্য। এএমডি সেই সময়টায় যা-তা অবস্থায় ছিল। তারপর রিসেন্টলি হিউজ জাম্প! নেক-টু-নেক কম্পিটিশন যাকে বলে।
আমি নিজে অবশ্য দুইটাই ইউজ করেছি, কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কেসে। বাসার ম্যাকে ইন্টেলের চিপ, আর পিএস৪ এ এএমডি। কম্পেয়ার কেন করতে পারছি না সহজেই অনুমেয়, দুই প্লাটফর্ম আর ওই দুই প্লাটফর্মে সিপিউ ভ্যারিয়েশন নাই, আই মিন পিএস৪ এ ইন্টেলের চিপ পাওয়া যায় না এবং ম্যাকে উল্টোটা।
আমি মেলাদিন অবশ্য সিপিইউ বা পার্টিকুলার হার্ডওয়্যার নিয়ে মাথা ঘামাই নাই। কারনটা সিম্পল, আমি ডেক্সটপ ইউজার না, আমি যে ধরনের কাজ করি সেটার জন্য হিউজ পাওয়ারফুল হার্ডওয়্যার আমার দরকার না। কাজেই আপগ্রেড করার জন্য কোনটা বেটার চয়েজ হবে সেই হোমওয়ার্কে যাওয়া হয় না।
একটা প্যাসিভ এক্সামপল দেই, আমার এ্যালটেক ল্যান্সিং ১০ বছর পুরোন, কিন্তু হঠাৎ করে সার্কিট বোর্ডে কিছু ঝামেলা হওয়ায় ডিসিশান নিলাম যে এবার স্পিকার আপগ্রেড করে ফেলি। খুজে খুজে Edifier R1700BT পছন্দ হল। ছোট, কিন্তু আমার জন্য এনাফ, কিনতে গিয়ে ওদের ফ্লাগশীপ লেভেলের একটা 5.1 দেখে ভাল লাগলো। ম্যাসিভ ১০ ইঞ্চি উফার, ডুয়াল রেডিয়েটর। কিন্তু কেনার সময় ওই 1700BT কিনেই ফেরত আসলাম। কারন ৬৫ হাজার টাকা দিয়ে স্পিকার কিনে সেটা ইউজ করার মত তেমন কোন কেস নাই আমার। খোদ 1700BT এর যা ক্যাপাসিটি সেটাই উসুল করা হয় না কখনো। প্রায়োরিটি ছিল ভাল অডিও আউটপুট, কানেক্টিভিটি, যা ১৭০০বিটি ভাল ভাবে দেয়।
ইন্টেল-এএমডি দুইটার জন্য ব্যাপারটা ট্রু। হাইএন্ডে না গেলে সিপিউ এর পারফরমেন্ট ফ্যাক্টর ম্যাটার করবে না খুব। আর কনজ্যুমার লেভেলে মিডরেঞ্জ টাইপ সিপিউ হিসেব করবেন তখন প্রাইজ-ভ্যালু-পাওয়ার সেভি প্রপোজিশন গুলো ম্যাটার করবে। রিসেন্ট সময়ে কম দামে যে ভাল পাওয়ার দিতে পারবে তাও কম পাওয়ার খরচ করে আমি সেটাই সম্ভবত প্রেফার করবো। সেই ইউজকেস চিন্তা করলে সম্ভবত AMD বেটার (শিওর না আমি, হালকা পাতলা পড়াশুনা করে সেরকমই মনে হলো)
তবে ঘুরে ফিরে আবার সেই ডেক্সটপ সিনারিও, আমি কিনলে আবার ল্যাপটপই কিনবো, সেই ক্ষেত্রে, নেক্সট যেটা আসবে আমাকে সেটাই নিতে হবে আর কি। বলা যায় না, নেক্স্ট ল্যাপটপে ARM বেজড সিপিউই হয়তো রাজত্ব করবে (After what Appled demonastrated with their recent iPad, and with rumors of using ARM CPUs in future mac)