টপিকঃ তুই তো ছেলে অপরাধী.......
তুই তো ছেলে অপরাধী
মন বুঝলি না আমার;
তোর হৃদয়টা ছুঁয়ে দেখি,
সেতো লোহা তামার।
পূর্ব বললে বলিস পশ্চিম
আকাশ বললে পাতাল,
অপরাধী ছেলে তোর বুক;
রোদ্দুর জ্বলা চাতাল!
ডানে বললে বামে চলিস
কাঁদতে বললে হাসিস,
তুই কী আমায় সত্যি ছেলে;
একটু ভালোবাসিস?
অপরাধী তুই তো ছেলে
মন যেনো তোর পাথর,
বুঝিস নাতো আমাকে তুই;
তোর প্রেমে যে কাতর।
ও ছেলে তুই অপরাধী
ঠিক নয় তোর সুখ যাত্রা,
ঠকবি দেখিস বেড়ে গেলে;
অপরাধের মাত্রা।
মন বুঝিস নি একটুখানি
মুক বাঁকিয়ে চলিস,
সময় পেলে কাজের ফাঁকে;
পারলে কথা বলিস।
আমার চোখে তুই তো ছেলে
ভীষন অপরাধী,
মামলা টুকবো তোর বিরুদ্ধে;
হয়ে আমি বাদী।
June 12, 2018 at 10:35 AM
এই মেঘ এই রোদ্দুর