সর্বশেষ সম্পাদনা করেছেন খাইরুল (২৭-০৬-২০১৯ ১৪:০৮)

টপিকঃ নারী নিয়ে গ্রাম বাংলার কিছু প্রবাদ

দয়া করে ব্যাক্তিগত ভাবে নিয়েন না

☻জাতের নারী কালো ভালো
নদীর জল ঘোলা ভালো।

☻ভাই বড় ধন
রক্তের বাধন
যদিও বা পৃথক হয়
তবে, নারীর কারণ

☻নদীতে নদীতে দেখা হয় কিন্তু বোনে বোনে দেখা হয় না।

☻পুরুষ রাগলে হয় বাদশা
নারী রাগলে হয় বেশ্যা।

☻উচঁ কপালী চিঁড়ল দাঁতী
লম্বা মাথার কেশ
এমন নারী করলে বিয়ে
ঘুরবে নানান দেশ।

☻রান্ধিয়া বারিয়া যেই বা নারী
পতির আগে খায়
সেই নারীর বাড়িতে শীঘগীর
অলক্ষী হামায়।

☻পতি বিনে
গতি নেই

☻পতির পায়ে থাকে মতি
তবে তারে বলে সতী

☻পতি হারা নারী
মাঝি হারা তরী

☻পথি নারী বিবর্জিতা

☻পদ্মমুখি ঝি আমার পরের বাড়ি যায়
খেদা নাকি বউ এসে বাটার পান খায়

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: নারী নিয়ে গ্রাম বাংলার কিছু প্রবাদ

কথা গুলা বাস্তব ।

Re: নারী নিয়ে গ্রাম বাংলার কিছু প্রবাদ

পুরুষ নিয়ে গ্রাম বাংলার কিছু প্রবাদ লিখবেন আপনার জানা থাকলে

Re: নারী নিয়ে গ্রাম বাংলার কিছু প্রবাদ

ভালো কালেকশন